ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ この○
হইতে যদি দেখা যায় যে, উহার নিকট উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত নূ্যনতম নগদ অর্থ অপেক্ষা কম অর্থ আছে তাহা হইলে বাংলাদেশ ব্যাংক তৎকর্তৃক নির্ধারিত তারিখ হইতে উক্ত ব্যাংক-কোম্পানীকে নূতন আমানত গ্রহণ না করার জন্য নির্দেশ দিতে পারিবে এবং উক্ত নির্দেশ অমান্য করিয়া কোন
ব্যাংক উক্ত ব্যাংক-কোম্পানীকে, উহাকে প্রদেয় অনুর্ধ পাঁচ হাজার টাকা পর্যন্ত èst জরিমানা করিতে পারিবে । No
(৬) এই ধারার অধীন আরোপিত কোন জরিমানা, বাংলাদেশ ব্যাংক Q কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আদায় করিতে হইবে এবং উক্ত সময়ের মধ্যে o যদি উহা আদায় করা না হয় তাহা হইলে উহা সরকারী দাবী (public .ং০ demand) হিসাবে আদায়যোগ্য হইবে। ve
২৬। (১) কোন ব্যাংক-কোম্পানী নিম্নবর্ণিত কোন উদ্দেশ্য ব্যতীত অন্য সাবসিড়িয়ারী কোন উদ্দেশ্যে কোন সাবসিডিয়ারী কোম্পানী গঠন করিতে পারবে না, যথা:- কোম্পানী
N
(ক) কোন ট্রাষ্ট পরিচালনা ও কার্যকর করা: S খে কি বা টা হল বা আন কেন ধরলে সম্পৰ
পরিচালনার দায়িত্ব গ্রহণ করা: @o
(গ) আমনতের নিরাপত্তা বিধানের জন্য নিরাপদ ভল্টের ব্যবস্থা করা:
(ঘ) শরীয়তের নীতিমালা অনুসারে বাকব্যবসায় পরিচালনা করা:
(ঙ) বাংলাদেশ ব্যাংক লিখিত পূর্বানুমতিক্রমে
(৩) কেবলমাত্র বাংলাদেশের বাহিরে ব্যাংক-ব্যবসা পরিচালনা করা:
t---- |༣ ྋ ཏི་
(আ) অনিবাসীগণের নিকট হইতে বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত এবং অবাধে হস্তান্তরযোগ্য আমানতের ভিত্তিতে ব্যাংক-ব্যবসা পরিচালনা করা:
(চ) বাংলাদেশ ব্যাংক, যে সকল ব্যবসাকে বাংলাদেশে ব্যাংক-ব্যবসার প্রসার ও উন্নয়নের জন্য সহায়ক বা জনস্বার্থের জন্য প্রয়োজনীয় বা অন্য কোনভাবে
রকম লেবাক লাগে।
(২) উপ-ধারা (১) এর বিধানানুযায়ী ব্যতীত, কোন ব্যাংক-কোম্পানী
গচ্ছিত গ্রহণ বা বন্ধক ভিত্তিতে বা মালিকানা স্বত্বে অন্য কোন কোম্পানীর
শেয়ার ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত পরিমাণের মধ্যে যাহা কম হয় তাহা অপেক্ষা
শেয়ার ধারণ করিবে না, যথা :
CŞ (ক) উক্ত ব্যাংক-কোম্পানীর আদায়কৃত ও সংরক্ষিত মূলধনের মোট
পরিমাণের ত্রিশ শতাংশ, অথবা
- দফা (চ) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ১৮ ধারাবলে প্রতিস্থাপিত।