ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ২৫৫ (ঈ) এমন কোন পাবলিক লিমিটেড কোম্পানী, যাহা উক্ত ব্যাংককোম্পানী বা উহার কোন পরিচালক বা উহার কোন পরিচালকের যাহাতে উক্ত ব্যক্তিদের কাহারও এমন পরিমাণ শেয়ার থাকে যদ্বারা তিনি অনুন বিশ শতাংশ ভোটদান ক্ষমতার অধিকারী হন। (২) কোন ব্যাংক-কোম্পানী নিম্নবর্ণিত ক্ষেত্রে, সংশ্লিষ্ট পরিচালক ব্যতীত èst অন্যান্য পরিচালকগণের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন ব্যতিরেকে, কোন ঋণ বা No অগ্রিম প্রদান করিবে না,- Q ് (ক) উহার কোন পরিচালক, বা o o, (খ) এমন কোন ব্যক্তি, বাণিজ্য-প্রতিষ্ঠান, কোন কোম্পানী, যাহার সহিত বা ക്ക് যাহাতে উক্ত ব্যাংক-কোম্পানীর কোন পরিচালক-অংশীদার, পরিচালক-1 বা জামীনদাতা হিসাবে স্বার্থ সংশ্লিষ্ট রহিয়াছে। S. ব্যাখ্যা - এই উপ-ধারায় পরিচালক বলিতে পরিচালকের স্ত্রী, স্বামী, পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই, বোন, এবং ঐ পরিচালকের উপর নির্ভরশীল সকলকে] বুঝাইবে। No (৩) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ১৯ ধারাবলে বিলুপ্ত | cò (৪) প্রত্যেক ব্যাংক-কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, প্রত্যেক মাস শেষ হওয়ার পূর্বে, উহার পূর্ববর্তী মাসের একটি বিবরণী বিধিদ্বারা নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে, বাংলাদেশ ব্যাংকের নিকট দাখিল করিবে, এবং উক্ত S. o (ক) এমন কোন প্রাইভেট বা পাবলিক কোম্পানীকে মঞ্জুরীকৃত ঋণ বা অগ্রিম যাহাতে ব্যাংক-কোম্পানীটি বা উহার কোন পরিচালক উক্ত কোম্পানীর পরিচালক হিসাবে স্বাৰ্থ সংশ্লিষ্ট রহিয়াছেন; এবং -N (*) এমন পুবলিক কোম্পানীকে মঞ্জুরীকৃত ঋণ বা অগ্রিম যাহাতে ব্যাংকའབྱུང་། ས་ཁི་ বা উহার কোন পরিচালক ব্যবস্থাপনা প্রতিনিধি বা Q 'জামিনদার হিসাবে স্বার্থ সংশ্লিষ্ট রহিয়াছেন। --N'CŞ “পুত্র, কন্যা, ভাই, বোন, শ্যালক, শ্যালিকা, ভগ্নিপতি, শ্বশুর, শাশুড়ী, পুত্রবধু ও কন্যার স্বামীকেও” শব্দগুলি ও - কমাগুলি “পুত্র ও কন্যাকেও” শব্দগুলির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং e$ আইন) এর ১৪ ধারাবলে প্রতিস্থাপিত।
- “এবং ঐ পরিচালকের উপর নির্ভরশীল সকলকে” শব্দগুলি “শ্যালক, শালিকা, ভগ্নিপতি, শ্বশুর, শাশুড়ী, পুত্রবধু ও কন্যার স্বামীকেও” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ২৫ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত।
“প্রত্যেক ব্যাংক-কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক” শব্দগুলি “প্রত্যেক ব্যাংক-কোম্পানী” শব্দগুলির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ১৪ ধারাবলে প্রতিস্থাপিত।