ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ২৬১ সমাপ্তিতে উহার সমুদয় মেয়াদী ও চাহিবামাত্র দায়ের বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় নির্ধারিত হারের কম হইবে না। ব্যাখ্যা - এই ধারায় “দায়হীন অনুমোদিত সম্পত্তি-নিদর্শন-পত্ৰ” বলিতে এইরূপ সম্পত্তির অনুমোদিত নিদর্শন-পত্রকেও বুঝাইবে, যাহা উক্ত ব্যাংক কর্তৃক কোন অগ্রিম বা অন্যবিধ ঋণ গ্রহণের উদ্দেশ্যে অন্য কোন প্রতিষ্ঠানের নিকট জমা রাখা হইয়াছে; তবে এইরূপ নিদর্শন-পত্রের মূল্যের সেই পরিমাণ এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হইবে যে পরিমাণ অর্থ উক্ত নিদর্শন-পত্রের বিপরীতে গ্রহণ করা হয় নাই। (২) বাংলাদেশের বাহিরে নিবন্ধনকৃত কোন ব্যাংক-কোম্পানী কর্তৃক ধারা ১৩(৩) এর অধীন বাংলাদেশ ব্যাংকে জমা অর্থ এবং কোন ব্যাংক-কোম্পানী & o, কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ ব্যাংক বা উহার কোন প্রতিনিধি ব্যাং বা উভয়ের নিকটে চলতি হিসাবে জমা অর্থ এবং বা বাংলাদেশ ব্যাংকে লাভক্ষতির ভাগাভাগি ভিত্তিক জমা হিসাবে রক্ষিত অর্থ উপ-ধারা (১) এ উল্লিখিত অর্থ গণনার ক্ষেত্রে নগদ অর্থ হিসাবে গণ্য হইবে। o 2CN (৩) সম্পদ ও দায় নিরূপণ পদ্ধতি এবং শ্ৰেণীভিজুিত সংরক্ষণযোগ্য সম্পদের অনুপাত বাংলাদেশ বাকনির্ধারণ করিয়া দিতে পরিবে: (৪) প্রত্যেক ব্যাংক-কোম্পানী প্রতিটি মাস শেষ হইবার পূর্বে উহার পূর্ববর্তী মাসের একটি বিবরণী, যাহাতে নিম্নলিখিত তথ্যাদি থাকিবে, নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে বাংলাদেশ বাকের কি প্রেরণ করবে যথা:– N
- N (ক) এই ধারা মোতাবেক সংরক্ষিতক্ষত উহার সম্পদ; এবং
ുപ്പ് (খ) মাসের প্রতি বৃহস্পতিবারের সমাপ্তিতে এবং কোন বৃহস্পতিবার Negotiable Instruments Act, 1881 (XXVI of 1881) 4$ অধীনে সরকারী ছুটির দিন থাকিলে, উহার পূর্ববর্তী কার্যাদবসের সমাবেশের অভ্যরউহরমোদী মহিমদ। o (৫) যদি বাংলাদেশ ব্যাংকের নিকট প্রতীয়মান হয় যে, কোন ব্যাংককোম্পানী নির্ধারিত বিনিময়যোগ্য সম্পদ সংরক্ষণ করিতে কোন সময়ে ব্যর্থ বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ প্রদানের জন্য ধার্যকৃত সুদের সর্বোচ্চ হারে জরিমানা দিতে বাধ্য থাকিবে। --> sò ৩৪। (১) যে কোন কার্য দিবসের সমাপ্তিতে প্রত্যেক ব্যাংক-কোম্পানীর বাংলাদেশের অভ্যন্তরস্থ সম্পদের মূল্য বাংলাদেশের অভ্যন্তরে উহার বিদ্যমান মেয়াদী ও চাহিবামাত্র দায়ের সেই পরিমাণ অপেক্ষা কম থাকিবে না যাহা বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত হইবে: বাংলাদেশের অভ্যন্তরস্থ সম্পদ