ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ২৬৭ (১৭) বাংলাদেশ ব্যাংক কর্তৃক উপ-ধারা (১২) এর অধীন প্রদত্ত কোন সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ কোন ব্যক্তি উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে, সিদ্ধান্ত প্রদানের তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে, উক্ত ব্যাংকের গভর্ণর কর্তৃক নির্দিষ্ট কোন কর্মকর্তা, যিনি সিদ্ধান্ত প্রদানকারী কর্মকর্তা অপেক্ষা উচ্চতর পদমর্যাদা সম্পন্ন হইবেন, এর নিকট আপীল দায়ের করিতে পারিবেন। (১৮) উপ-ধারা (১০) বা (১১) এর অধীন উত্থাপিত কোন দাবী বা উপধারা (১৭) এর অধীন দায়েরকৃত কোন আপীল মীমাংসা বা নিস্পত্তির ক্ষেত্রে, বাংলাদেশ ব্যাংক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিবে এবং কোন মামলার বিচারের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়সমূহে বাংলাদেশ ব্যাংক ঐ সকল ক্ষমতা প্রয়োগ Rosso & Rios of T&T Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908) এর অধীন কোন দেওয়ানী আদালতের রহিয়াছে, যথা : (ক) কোন ব্যক্তির উপস্থিতি নিশ্চিতকরণ এবং শপথের মাধ্যমে তাহার সাক্ষ্য গ্র so (খ) বাধ্যতামূলকভাবে দলিল এবং অন্যান্য বণ্ড উপস্থাপন; sồ (গ) সাক্ষীর জবানবন্দী গ্রহণের জন্য কমিশন নিয়োগ। <o (১৯) এই ধারার অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিস্পত্তিযোগ্য কোন *Tătăț Penal Code, 1860 (Act No. XLV of 1860) & Section 228 এর বিধান মোতাবেক Judicial proceeding হিসাবে গণ্য হইবে এবং এই ধারার অধীন উক্ত কোন কার্যধারার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক Code of Criminal Procedure, 1898 (Act No.V of 1898) & Section 480 এর বিধান মোতাবেক একটি Civil qTಡ গণ্য হইবে। (২০) এই ধারার অধীন কোন কার্যধারায় কোন দলিল দাখিল, প্রদর্শন বা লিপিভুক্ত করার জন্য বা বাংলাদেশ ব্যাংক হইতে কোন দলিল গ্রহণের জন্য লেস্টেফিনলেন। ৩৬। (১) প্রত্যেক ব্যাংক-কোম্পানী বাংলাদেশে উহার সম্পদ ও দায় সম্পর্কে একটি বিবরণী প্রতি অর্থ বৎসরের ৩১শে ডিসেম্বর এবং ৩০শে জুন তারিখে বিধি দ্বারা নির্ধারিত ফরম ও পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের নিকট দাখিল করবে।
- > *
o ആ২ (২) বাংলাদেশ ব্যাংক লিখিত নোটিশ দ্বারা সাধারণভাবে সকল ব্যাংক ষান্মাসিক বিবরণী কোম্পানীকে এবং বিশেষভাবে কোন ব্যাংক-কোম্পানীকে তৎকর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উহাদের দ্বারা পরিচালিত অন্য কোন ব্যবসাসহ ব্যাংক-ব্যবসা তে সম্পর্কিত বিবরণী ও তথ্যাদি দাখিল করার নির্দেশ দিতে পারবে। (৩) উপ-ধারা (২) তে প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, বাংলাদেশ ব্যাংক সময় সময় শিল্প, বাণিজ্য ও কৃষি ক্ষেত্রে ব্যাংক-কোম্পানীর বিনিয়োগের উপর তথ্য আহবান করিতে পারিবে।