পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ২৬৯ woš I (S) Bangladesh Chartered Accountants Order, 1973 নিরীক্ষা (P. O. No. 2 of 1973) বা আপাততঃ বলবৎ অন্য কোন আইন অনুসারে কোম্পানীর অডিটর হওয়ার যোগ্য যে কোন ব্যক্তি ব্যাংক-কোম্পানী নিরীক্ষণের জন্য যোগ্য বলিয়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত হইলে, ধারা ৩৮ এর অধীন প্রস্তুতকৃত ব্যালেন্সশীট অনুসারে ব্যাংক কোম্পানীর লাভ ও ক্ষতির হিসাব ও আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করিতে পারিবে। èst No (২) কোম্পানী আইনের ধারা ২১৩] এর দ্বারা কোম্পানীর অডিটরদের S উপর যে ক্ষমতা, দায়িত্ব, দায় ও শাস্তি অর্পণ বা আরোপ করা হইয়াছে সেই ost ক্ষমতা দায়িত্ব দায়ও শক্তি উপ-ধার (১)এ উল্লিখিত নিৰীক্ষকের উপরবর্ণিত ত ও আরোপিত থাকিবে। <foo N (৩) কোম্পানী আইনের অধীন প্রয়োজনীয় বিষয়াবলী ছাড়াও ༩ཤག་ (ক) আর্থিক প্রতিবেদনে কোম্পানীর আর্থিক অবস্থা ও সংশ্লিষ্ট রেলভ ক্ষতি সঠিকভাবে প্রতিফলিত হইয়াছে কিনা; CŞ (খ) আর্থিক প্রতিবেদন সাধারণ হিসাব পদ্ধতি অনুসারে সঠিকভাবে প্রস্তুত করা হইয়াছে কিনা; ാ o (গ) আর্থিক প্রতিবেদন প্রচলিত বিধি ও আইন এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত হিসাব সংক্রান্ত নিয়মকানুন মোতাবেক প্রণীত হইয়াছে কিনা: o N (ঘ) যে সকল অগ্রিম এবং অন্যান্য সম্পদ আদায় সম্পর্কে সন্দেহ রহিয়াছে সেইগুলির জন্য পর্যাপ্ত সংস্থান রাখা হইয়াছে কিনা: o '(ঘঘ) বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় যে পরিমাণ নির্ধারণ করা হইবে সেই পরিমাণের অধিকটাকয় অমিবা ধরে পরিশোধসন্তোষজনকলি o (ঙ) আর্থিক প্রতিবেদন বাংলাদেশের পেশাজীবী হিসাববিদদের সহিত আলোচনান্তে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত হিসাব বিধি অনুযায়ী নির্ধারিত মানসম্পন্ন হইয়াছে কিনা; No. () ব্যাংক-কোম্পানীর শাখা অফিসগুলি কর্তৃক প্রাপ্ত রেকর্ডপত্র এবং § হিসাবসমূহ সঠিকভাবে সংরক্ষিত ও একত্রীভূত করা হইয়াছে কিনা; so (ছ) নিরীক্ষক কর্তৃক প্রার্থতি তথ্যাদি এবং ব্যাখ্যা সন্তোষজনক হইয়াছে কিনা: O -്

  • “ধারা ২১৩” শব্দ ও সংখ্যাটি “Section 145” শব্দ ও সংখ্যাটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন,

২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ২২ ধারাবলে প্রতিস্থাপিত।

  • দফা (ঘঘ) ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ১৬ ধারাবলে

সন্নিবেশিত।