Տ Գo ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১
(জ) অন্য এমন সব বিষয় যাহা উক্ত ব্যাংক-কোম্পানীর শেয়ার হোল্ডারদের
গোচরীভূত করা উচিত বলিয়া নিরীক্ষক মনে করেন।
(৪) কোন ব্যাংক-কোম্পানীর নিরীক্ষক হিসাবে দায়িত্ব পালনের সময় যদি কোন নিরীক্ষক এই মর্মে সন্তুষ্ট হন যে,
(ক) এই আইনের কোন বিধান গুরুতরভাবে লঙ্ঘিত হইয়াছে বা উহা পালনে o গুরুতর অনিয়ম ঘটিয়াছে; *
No
(খ) প্রতারণা বা অসততার দরুণ ফৌজদারী অপরাধ সংঘটিত হইয়াছে; ২১ (গ) লোকসানের দরুণ মূলধন পঞ্চাশ শতাংশের নীচে নামিয়া গিয়াছেঃ (ঘ) পাওনাদারদের পাওনা প্রদানের নিশ্চয়তা বিঘ্নিত হওয়াসহ অন্য কোন
গুরুতর অনিয়ম ঘটিয়াছে; অথবা ·o (ঙ) পাওনাদারগণের পাওনা মিটাইবার জন্য নীর সম্পদ যথেষ্ট কি না
সে সম্পর্কে সন্দেহ রহিয়াছে; :ൽ তাহা হইলে তিনি অবিলম্বে উক্ত বিষয় সম্পর্কে বাংলাদেশ ব্যাংক-কে অবহিত
করিবেন। o
| No বিশেষ নিরীক্ষা শ৩৯ক। (১) ধারা ৩৯ এর অধীন নিরীক্ষা বা ধারা ৪৪ এর অধীন
পরিদর্শন প্রতিবেদন বিবেচনা করিয়া বা অন্য কোনভাবে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের যদি এই মর্মে সন্তুষ্ট হইবার যুক্তিসংগত কারণ থাকে যে, কোন ব্যাংক-কোম্পানীর কার্যাবলী বা কার্যাবলীর বিশেষ কোন অংশ নিরীক্ষা করা প্রয়োজন, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক ধারা ৩৯(১) এ উল্লিখিত ব্যক্তি দ্বারা উক্ত ব্যাংক-কোম্পানীর কার্যাবলী বা কার্যাবলীর অংশ বিশেষ
নিৰীক্ষাকাতেপরিব।
(২) উপ-ধারা (১) এর অধীন বিশেষ নিরীক্ষার সময় সংশ্লিষ্ট ব্যাংককোম্পানীর নিরীক্ষককে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করিবেন।]
జ్గాణా শ৩৯খ। (১) বাংলাদেশ ব্যাংকের যদি এই মর্মে সন্তুষ্ট হইবার যুক্তিসংগত "ি ও কারণ থাকে যে, কোন ব্যাংক কোম্পানীর নিরীক্ষা কাজে নিয়ােজিত কোন ` वैंकक ऊँशों नोड़ ओनलॆ जेक्श्लो द्विग्नाश्त शै जैशत्र उं★त्र जलंड
© দায়িত্ব পালনে ব্যর্থ হইয়াছেন, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক
§ এতদুদ্দেশ্যে গঠিত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে উক্ত নিরীক্ষককে o বাংলাদেশ ব্যাংক, অনধিক দুই বৎসরের জন্য, কোন ব্যাংক কোম্পানী নিরীক্ষার § অযোগ্য ঘোষণা করিতে পারিবে:
CŞ
ধারা ৩৯ক, ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ১৭ ধারাবলে সন্নিবেশিত।
- ধারা ৩৯খ, ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ২৫ নং আইন) এর ১৫ ধারাবলে
সন্নিবেশিত।