পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ২৭৩ (৪) উপ-ধারা (১) এর অধীন পরিদর্শনকার্য বা উপ-ধারা (২) এর অধীন পরীক্ষাকার্য পরিচালনাকারী ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানীর যে কোন পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী বা ইহার বহিরাগত নিরীক্ষককে শপথ পাঠ করাইয়া উক্ত ব্যাংক-কোম্পানীর বিষয়াবলী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। (৫) বাংলাদেশ ব্যাংক এই ধারার অধীন কোন পরিদর্শন বা পরীক্ষাকার্য সম্পন্ন করার জন্য সরকার কর্তৃক নির্দেশিত হইলে, উক্ত পরীক্ষা বা পরিদর্শনকার্য সমাপ্তির পর বাংলাদেশ ব্যাংক উহার প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক উহার ইচ্ছানুযায়ী অনুরূপ প্রতিবেদন সরকারের নিকট পেশ করিতে পারিবে এবং উক্ত প্রতিবেদন বিবেচনান্তে সরকার যদি এইরূপ অভিমত পোষণ করে যে, উক্ত ব্যাংক কোম্পানীর কার্যাবলী উহার আমানতকারীদের স্বার্থের পরিপন্থী পদ্ধতিতে ২০ পরিচালিত হইতেছে, তাহা হইলে উক্ত কোম্পানীকে উক্ত প্রতিবেদন সম্পর্কে - লিখিত আদেশ দ্বারা,- o (ক) উক্ত ব্যংক কোম্পানী কর্তৃক নূতন আমনত গ্রহণ নিষিদ্ধ করতে পারিবে এবং S - (খ) ধারা ৬৬ এর অধীনে উক্ত ব্যাংক-কোম্পানীর অবসায়নের উদ্দেশ্যে দরখাস্ত দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংক-কে নির্দেশ দিতে পারিবে :

তবে শর্ত থাকে যে, সরকার যেরূপ শর্ত আরোপ করা সংগত বলিয়া মনে করে সেইরূপ শর্তে এই ধারার অধীন প্রদত্ত কোন আদেশ সাময়িকভাবে স্থগিত, সংশোধন বা বাতিল করতে পরিবে।২৮ (৬) সরকার, সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানীকে যুক্তিসংগত নোটিশ প্রদানের পর, বাংলাদেশ ব্যাংক কর্তৃক পেশকৃত পূর্ণ প্রতিবেদন বা উহার অংশ বিশেষ ব্যাখ্যা - এই ধরার উদেশ্য পূরণকল্পে “ব্যাংক-কোম্পানী” বলিতে (ক) বাংলাদেশের বাহিরে নিবন্ধনকৃত কোন ব্যাংক-কোম্পানীর ক্ষেত্রে, বাংলাদেশে অবস্থিত উহার সকল শাখাকে বুঝাইবে; এবং ২ (খ) বাংলাদেশে নিবন্ধনকৃত কোন ব্যাংক-কোম্পানীর ক্ষেত্রে, বাংলাদেশের বহিরে উহার সকল (সাবসিডিয়ার ব্যাংক-কোম্পানী এবং বাংলাদেশের Q ভিতরে বা বাহিরে অবস্থিত উহার সকল) শাখাকে বুঝাইবে। ஆலி (৭) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন ব্যাংক-কোম্পানী দাবী করে যে, কোন আদালত, বা বাংলাদেশ ব্যাংক ব্যতীত, অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক তলবকৃত কোন বিবরণ বা তথ্য এমন গোপনীয় যে উহাদের হস্তান্তর বা প্রকাশের মাধ্যমে নিম্নবর্ণিত বিষয়ে তথ্য প্রকাশ হইয়া পড়িবে, তাহা হইলে সেই ব্যাংক-কোম্পানী কোন আদালত

  • o