ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ミb> থাকিলে, ধারা ৫২(২) এর অধীনে ঘোষণা প্রকাশিত হইবার তারিখ হইতে উক্ত কোম্পানীর অবসায়নের আদেশ বা আদালতের রায় প্রদানের তারিখ পর্যন্ত সময়কাল Limitation Act, 1908 (IX of 1908) এ বিধৃত তামাদিকাল গণনার ক্ষেত্রে বাদ দেওয়া হইবে। ৫৫। কোন ব্যাংক-কোম্পানী বা ব্যক্তি সম্পর্কে ধারা ৫২ এর অধীন বাংলাদেশ ব্যাংকের o ঘোষণা প্রকাশিত হইবার তিন দিনের মধ্যে বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক "ি o মঞ্জুরীকৃত বর্ধিত সময়ের মধ্যে উক্ত কোম্পানীর প্রধান নির্বাহী এবং প্রত্যেক Ö পরিচালক, এবং উক্ত কোম্পানীর বা ব্যক্তির ম্যানেজার, কর্মকর্তা ও প্রতিনিধি, CŞ এবং উক্ত কোম্পানী বা ব্যক্তির বিরুদ্ধে যে কোন দাবীদার, তাহার হেফাজতে o উক্ত কোম্পানীর বা ব্যক্তির যে সকল সম্পদ রক্ষিত আছে তৎসম্পর্কে একটি Ro বিবৃতি বাংলাদেশ ব্যাংকের নিকট দাখিল করিবেন। ഴ്സ് .N. ৫৬। (১) ধারা ৫২(১) এর অধীন কোন ঘোষণা কোন ব্যক্তি বিশেষ বা অবসায়ন ইত্যাদির কোম্পানীর সম্পর্কে না হইয়া কোন ব্যক্তি সমষ্টি সম্পর্কে হইয়া থাকিলে, উক্ত སྨྱུག་ཤ་པཱ་ལ་ཨི་ཝ་ ব্যক্তি সমষ্টি কোম্পানী আইনের নবম খণ্ড এর অধীনে অবসায়নযোগ্য অনিবন্ধনকৃত কোম্পানী হিসাবে গণ্য হইবে। o (২) কোন নিবন্ধনকৃত বা অনিবন্ধনকৃত কোম্পানী সম্পর্কে ধারা ৫২(১) এর অধীন কোন ঘোষণা প্রকাশিত হইলে উক্ত প্রকাশনার তারিখ হইতে সাত দিনের মধ্যে বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে বৰ্দ্ধিত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পেশকৃত দরখাস্তের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ উক্ত কোম্পানী সম্পর্কে অবসায়নের আদেশ দিতে পারবে।ত o (৩) ধারা ৬৪, ৬৬ ও ৭৬ ব্যতীত ষষ্ঠ খণ্ড এবং সপ্তম খণ্ডের বিধানাবলীর যতটুকু কোন ব্যাংক-কোম্পানীর অবসায়নের ক্ষেত্রে প্রযোজ্য হয় ততটুকু উপধারা (২) এর অধীন পেশকৃত দরখাস্ত এবং উহার অনুবতী কার্যধারার ক্ষেত্রে প্রযোজ্য হইবে। S. (৪) দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১০ নং আইন) এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৫২(১) এর অধীনে প্রদত্ত কোন ঘোষণা কোন ব্যক্তি বিশেষ সম্পর্কিত হইলে, উক্ত ঘোষণা উক্ত ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করার জন্য একটি যথেষ্ট কারণ হিসাবে বিবেচিত হইবে, এবং তাঁহাকে দেউলিয়া ঘোষণা করিবার ক্ষমতাসম্পন্ন আদালত, উক্ত ধারার উপ-ধারা (২) এর অধীন ঘোষণাটি প্রকাশিত হইবার সাত দিনের মধ্যে বা সরকার কর্তৃক V ੀ খ্যাটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন
- “নবম খ-” শব্দগুলি “Part IX” শব্দ ও সংখ্যাটির পরিবর্তে ব্যাংক (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩
সনের ১১ নং আইন) এর ২৫ ধারাবলে প্রতিস্থাপিত।
- “দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১০ নং আইন)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীগুলি “Insolvency Act, 1920 (V of 1920)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ২৫ ধারাবলে প্রতিস্থাপিত।