পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こbrs ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এতদুদ্দেশ্যে বর্ধিত সময়ের মধ্যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক পেশকৃত দরখাস্তের ভিত্তিতে এবং অন্য কোন প্রমাণ ছাড়াই উক্ত ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করিয়া আদেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত দেউলিয়ার সম্পত্তি বন্টন ও পরিচালনার ব্যাপারে উক্ত আইন এর বিধানাবলী অনুসরণ করা হইবে : তবে শর্ত থাকে যে, পরবর্তীতে উক্ত আদেশ রদ করিতে বা উক্ত ব্যক্তির o দায় সম্পর্কিত কোন আপোষ রক্ষা বা অন্য কোন ব্যবস্থা অনুমোদন तेहङ উক্ত আদালতের কোন ক্ষমতা থাকিবে না। o চতুর্থ খণ্ড ് ব্যাংক-কোম্পানী - ৫৭। (১) কোন ব্যক্তি o তৎপরতার শাস্তি (ক) ব্যাংক-কোম্পানীর কোন দপ্তরে বা কার্যস্থলে আইনানুগভাবে অন্য কোন ব্যক্তির প্রবেশে বা তথা হইতে বহির্গমনে বা তথায় কোন কাৰ্য্য བུད་ཨང་ ༢༦ ཐ་ཨ་ཨཱ་ཨཱི་ཨཱ་ཨཱི་ཨཱཿ ཨཱཿ ཨལ་ཧྥ་ (*) ব্যাংক-কোম্পানীর কোন দপ্তরে বা কার্যস্থলে উগ্রভাবে কোন মিছিল করিবেন না, বা ব্যাংক-কোম্পানীর স্বাভাবিক কার্যকলাপে ও লেনদেনে ব্যাত সৃষ্টিকর বা বাঘাত সৃষ্টির উদেশে পরিকল্পিত কোন কার্য করবেন না বা ১ (গ) ব্যাংক-কোম্পানীর উপরে উহার আমানতকারীর আস্থা নষ্ট করিবার জুলপজিনেদিলেন। (২) কোন ব্যক্তি যুক্তিসংগত কারণ ব্যতিরেকে উপ-ধারা (১) এর বিধান ভঙ্গ করিলে, তিনি অনুর্ধ দুই বৎসরের কারাদণ্ডে বা অনুর্ধ বিশ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। Q) (૭) এই ধারায় “ব্যাংক-কোম্পানী” বলিতে বাংলাদেশ ব্যাংক-কেও ও বুঝাইবে। N পঞ্চম খণ্ড so ব্যাংক-কোম্পানীর প্রতিষ্ঠান অধিগ্রহণ ব্যাংক-কোম্পানীর ৫৮। (১) বাংলাদেশ ব্যাংক হইতে রিপোর্ট প্রাপ্তির পর যদি সরকার এই ং প্রতিষ্ঠানত হি মর্মে সন্তুষ্ট হয় যে, O CŞ (ক) ধারা ২৯ বা ধারা ৪৫ এর অধীন ব্যাংক-নীতি সম্পর্কিত লিখিত

  • "আইন" শব্দটি "Act” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং

আইন) এর ২৫ ধারাবলে প্রতিস্থাপিত।