পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ こbr○ নির্দেশনা পালন করিতে কোন ব্যাংক-কোম্পানী একাধিকবার ব্যর্থ হইয়াছে, বা (খ) আমানতকারীদের ক্ষতি হইতে পারে এমন পদ্ধতিতে কোন ব্যাংককোম্পানীর ব্যবস্থাপনা পরিচালিত হইতেছে, এবং উক্ত ব্যাংক-কোম্পানীর আমানতকারীদের স্বার্থে, ব্যাংক-নীতির স্বার্থে, সাধারণভাবে বা কোন বিশেষ এলাকায় ঋণ প্রদানের জন্য উন্নততর ব্যবস্থার স্বার্থে, উক্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সহিত আলোচনাক্রমে, সরকারী গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা, উক্ত কোম্পানী, অতঃপর অধিগৃহীত ব্যাংক বলিয়া উল্লেখিত, এর প্রতিষ্ঠান উক্ত আদেশে নির্ধারিত তারিখ হইতে, অতঃপর নির্ধারিত তবে শর্ত থাকে যে, প্রস্তাবিত অধিগ্রহণের বিরুদ্ধে বক্তব্য পেশের যুক্তিসংগত সুযোগ না দিয়া কোন ব্যাংক-কোম্পানীর কোন প্রতিষ্ঠান অধিগ্রহণ করা যাইবে না। o ব্যাখ্যা - এই খণ্ডে, বাংলাদেশের বাহিরে নিবন্ধনকৃত কোন ব্যাংক-কোম্পানীর ক্ষেত্রে, “প্রতিষ্ঠান” বলিতে বাংলাদেশের অভ্যন্তরে উক্ত কোম্পানীর অনুরূপ প্রতিষ্ঠানকে বুঝাইবে। so (২) এই অংশের অন্যান্য বিধানাবলী ਗੋਬੋਟ ব্যাংকের প্রতিষ্ঠান এবং উক্ত ব্যাংকের সকল সম্পদ ও দায় নির্ধারিত তারিখে সরকারের নিকট হস্তান্তরিত এবং সরকারের উপর ন্যস্ত হইবে। ്പ് (৩) অধিগৃহীত বারে সকল কিয় ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং উহার নগদ সঞ্চিত তহবিল, বিনিয়োগ, গচ্ছিত অর্থসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং উক্ত সম্পত্তিতে অধিগৃহীত ব্যাংকের অন্যান্য সকল স্বার্থ এবং অধিকার, যাহা নির্ধারিত তারিখের পূর্বে উক্ত ব্যাংকের দখলে বা অধিকারে ছিল, এবং উহার সকল হিসাবের বই, রেকর্ডপত্র, দলিল দস্তাবেজ, এবং উহার সকল অন্তর্ভুক্ত হইবে। ৩ o (৪) উপ-ধারা (২) তে যাহা কিছুই থাকুক না কেন, যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, সরকারের উপর ন্যস্ত অধিগৃহীত ব্যাংকের প্রতিষ্ঠান ও উহার সম্পদ ও দায় সরকারের উপর ন্যস্ত হওয়া বা ন্যস্ত থাকার পরিবর্তে উহা এই অংশের অধীন প্রণীত কোন স্কীম এর আওতায় প্রতিষ্ঠিত কোন কোম্পানী বা -് কর্পোরেশন, অতঃপর এই খণ্ডে হস্তান্তর গ্রহীতা ব্যাংক বলিয়া উল্লিখিত, এর উপর ন্যস্ত হওয়া বাঞ্ছনীয়, তাহা হইলে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপিত আদেশের দ্বারা, এই মর্মে নির্দেশ দিতে পারিবে যে, উক্ত প্রতিষ্ঠান, সম্পদ ও দায় উক্ত আদেশ প্রকাশনার তারিখ বা উহাতে উল্লিখিত অন্য কোন তারিখ হইতে, হস্তান্তর গ্রহীতা ব্যাংকের উপর ন্যস্ত হইবে।