পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\S)○○ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (আ) হস্তান্তর-গ্রহীতা ব্যাংক উহার নিজস্ব কর্মচারীগণের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সহিত তুলনীয় হইলে পূর্বতন ব্যাংককোম্পানীর কর্মচারীগণের জন্য উহার নিজস্ব সমমর্যাদাসম্পন্ন কর্মচারীদের সমান বেতন ও সুবিধাদি নির্ধারণ করিবে এবং যোগ্যতা, অভিজ্ঞতা ও সমমর্যাদা সম্পর্কে কোন সন্দেহ বা দ্বিমত NQদেখা দিলে বিষয়টি, বেতন এবং অন্যান্য সুবিধাদি নির্ধারণের Q তারিখ হইতে তিন মাস সময় অতিক্রান্ত হইবার পূর্বে, বাংলাদেশ * ব্যাংকের নিকট পাঠাইতে হইবে এবং এই বিষয়ে ཕ་ཤུ་མ་ཐ་ (ঞ) দফা (জ) তে যাহাই থাকুক না কেন, স্কমে যে সকল কর্মচারীর ব্যাপারে বিশেষভাবে উল্লেখ থাকিবে, বা যে সকল কর্মচারী, সরকার কর্তৃক স্কীম মঞ্জুর হওয়ার এক মাস সময় অতিক্রান্ত হওয়ার পূর্বে যে কোন সময়ে পূনর্গঠিত ব্যাংক-কোম্পানী বা হস্তান্তর-গ্রহীতা ব্যাংকের কর্মচারী হিসাবে বহাল না হওয়ার ইচ্ছা ব্যক্ত করিয়া নোটিশ প্রদান করিবে, সেই সকল কর্মচারীকে উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত আদেশের অব্যবহিত পূর্বে বিদ্যমান এতদসংক্রান্ত বিধি বা ব্যাংক-কোম্পানীর সিদ্ধান্ত অনুসারে প্রদেয় কোন ক্ষতিপূরণ, পেনশন, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ তহবিল এবং অন্যান্য অবসরজনিত সুবিধ প্রদানের বিষয় - (ট) ব্যাংক-কোম্পানীরফুলৰ একত্রীকরণের ব্যাপারে অন্য কোন শর্ত; (ঠ) পূনর্গঠন বা একীকরণ কার্যকর করার জন্য প্রয়ােজনীয় প্রাসংগিক আনুষংগিক বা পরিপূরক অন্য কোন বিষয়। (b) বাংলাদেশ ব্যাংক এই ধারার অধীন প্রস্তাবিত একত্রীকরণের ব্যাপারে, তৎকর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে, আপত্তি বা পরামর্শ প্রদানের আহবান জানাইয়া, খসড়া স্কমের একটি অনুলিপি ব্যাংক-কোম্পানী, হস্তান্তরগ্রহীতা ব্যাংক এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংক-কোম্পানীর নিকট প্রেরণ করিবে। ള് (৭) উপ-ধারা (৬) এর অধীন আহবানের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত পরামর্শ ও SS আপত্তি বিবেচনা করিয়া বাংলাদেশ ব্যাংক খসড়া স্বীমে প্রয়োজনীয় সংশোধন -- করিতে পারিবে । (৮) উপ-ধারা (৬) ও (৭) মোতাবেক কার্যক্রম গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক স্কীমটি অনুমোদনের জন্য সরকারের নিকট প্রেরণ করিবে, এবং সরকার, তৎকর্তৃক প্রয়োজনীয় বলিয়া বিবেচিত সংশোধনসহ বা সংশোধন ব্যতিরেকেই, উক্ত স্কীম অনুমোদন করিবে; এবং অনুরূপভাবে অনুমোদিত স্কীমটি, সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত তারিখ হইতে, কার্যকর হইবে: তবে শর্ত থাকে যে, স্বীমের বিভিন্ন বিধানের প্রবর্তনের জন্য বিভিন্ন তারিখ নির্ধারিত হইতে পারিবে।