পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\○>Wり ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ব্যাংক-কোম্পানীর ১০৫। (১) কোন ব্যক্তি কোন ব্যাংক-কোম্পানীর নিরাপদ জিম্মায় কোন "ি সামগ্ৰী আমানত রাখিলে উক্ত সমূয়ী উক্ত আমনুতে থাকা অবস্থায় তাহার তবে শর্ত থাকে যে, আমানতকারী যে কোন সময় উক্ত মনোনয়ন বাতিল o (২) উপ-ধারা (১) এর অধীন মনােনীত ব্যক্তি নাবালক হইলে তাহার করিবেন তৎসম্পর্কে তিনি, নির্ধারিত পদ্ধতিতে, নির্দেশ করিতে পারবেন। ༈ ནི་《། ། མིང་ (৩) উপ-ধারা (১) বা (২) এর অধীন মনোনীত বা নির্দিষ্ট কোন ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় নির্দেশিত পদ্ধতিতে, উক্ত সামগ্রীর একটি বর্ণনামূলক তালিকা প্রস্তুত করিয়া উহাতে উক্ত ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করিবে এবং উহার পিউক্ত বাজিক সবাহকরিষ্ঠ (৪) আপাততঃ বলবৎ অন্য কোন আইন বা কোন উইলে বা সম্পত্তি বিলি বন্টনের ব্যবস্থা সম্বলিত অন্য কোন প্রকার দলিলে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এর অধীনে কোন ব্যক্তিকে মনোনীত করা হইলে বা উপ-ধারা (২) এর অধীনে কোন ব্যক্তি নির্দিষ্ট হইলে তিনি আমানতকারীর মৃত্যুর পর, উক্ত আমানতের ব্যাপারে আমানতকারীর যাবতীয় অধিকার লাভ করিবেন এবং অন্য কোন ব্যক্তি উক্ত অধিকার হইতে বঞ্চিত হইবেন। (6) এই ধারার বিধান অনুযায়ী কোন ব্যাংক-কোম্পানী কর্তৃক উহার নিরাপদ জিম্ময় রক্ষিত সামগ্ৰী ফেরৎ প্রদান করা হইলে উক্ত কোম্পানী সংশ্লিষ্ট आधान्य-डिब्दाचावडी भाकियाधकविताप्रताि थाइल তবে শর্ত থাকে যে, যে ব্যক্তিকে এই ধারার অধীনে কোন সামগ্রী ফেরৎ দেওয়া হইয়াছে সেই ব্যক্তির বিরুদ্ধে অন্য কোন ব্যক্তির কোন অধিকার বা দাবী 、ベー থাকিলে তাহা, এই উপ-ধারার কোন বিধান ক্ষুন্ন করিবে না। N জিম্ময় রক্ষিত কোন ১০৬। কোন ব্যাংক-কোম্পানীর নিরাপদ জিম্মায় যে ব্যক্তির নামে কোন "" সামন্ত্রী রক্ষিত থাকে, সে ব্যক্তি ব্যতীত অন্য কাহারেও নিকট হইতে উক্ত \o হইবে না, বা অনুরূপ কোন নোটিশ অনুসারে কার্যক্রম গ্রহণ করিতে উক্ত ് কোম্পানী বাধ্য থাকিবে না : তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার কোন কিছুই উক্ত সামগ্রীর ব্যাপারে যথাযথ এখতিয়ারসম্পন্ন কোন আদালতের কর্তৃত্ব ক্ষুন্ন করিবে না; এবং এইরূপ আদালতের কোন ডিক্ৰী, আদেশ, সার্টিফিকেট বা অনুরূপ অন্য কোন প্রকার দলিল দাখিল করা হইলে উক্ত কোম্পানী উহাকে যথাযথ গুরুত্ব দিবে।