পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిపి মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ o ক্রমিক নং মাদকদ্রব্যের নাম দণ্ড N SR ws) あ ফেনসাইক্লিআইন, (ক) মাদকদ্রব্যের পরিমাণ অনুর্ধর্ব ৫ মেথাকোয়ালন এল, এস, গ্রাম হইলে অনূ্যন ৬ মাস ডি, বারবিরেটস এবং অনুর্ধর্ব ৩ বৎসর এ্যামফিটামিন, অথবা কারাদণ্ড । èst এইগুলির যে কোনটি দ্বারা (খ) মাদকদ্রব্যের পরিমাণ ৫ গ্রাম No প্রস্তুত মাদকদ্রব্য এর উর্ধ্বে হইলে অনূ্যন ৫ বৎসর এবং অনূর্ধ্ব ১৫ বৎসর কারাদণ্ড । ്യ് .۶یر Σ ο খ-শ্রেণীভুক্ত অন্যান্য অনূ্যন ৬ মাস অনুধব-৫ বৎসর মাদকদ্রব্য কারাদণ্ড । ২২ ১১ গ-শ্রেণীর মাদকদ্রব্য অনুর্ধর্ব এক বৎসর বা অনুর্ধর্ব ১০ হাজার টাকা অর্থদণ্ড বা ভয়দণ্ড । ~ || (২) কোন ব্যক্তি ক-শ্রেণীর কোন মাদকদ্রব্যের চাষাবাদ উৎপাদন বা প্রক্রিয়াজাত করিলে, তিনি অনূ্যন ২ বৎসর এবং অনূর্ধ্ব ১৫ বৎসর কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। o (৩) কোন ব্যক্তি খ ও গ-শ্রেণীর কোন মাদকদ্রব্যের চাষাবাদ উৎপাদন বা প্রক্রিয়াজাত করিলে, তিনি অনূ্যন ২ বৎসর এবং অনুর্ধ্ব ১০ বৎসরের কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। പ്പ് (৩ক) কোন ব্যক্তি ধারা ৯ এর উপ-ধারা (১) ও (২) এ উল্লেখিত Q N. o, (ক) ক-শ্রেণীর কোন মাদকদ্রব্যের ক্ষেত্রে, অনূ্যন ২ বৎসর এবং অনুর্ধ্ব ৭ বৎসর o কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থ দণ্ডেও দণ্ডনীয় হইবেন; o N S (খ) খ-শ্রেণীর কোন মাদকদ্রব্যের ক্ষেত্রে, অনূ্যন ১ বৎসর এবং অনুর্ধ্ব ৫ বৎসর Q কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন; S. SN ثاني O * “উৎপাদন বা প্রক্রিয়াজাত” শব্দগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর CŞ ১২ ধারাবলে সন্নিবেশিত।

  • “উৎপাদন বা প্রক্রিয়াজাত” শব্দগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর

১২ ধারাবলে সন্নিবেশিত।

  • উপ-ধারা (৩ক) এবং (৩খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৯ নং আইন) এর ১২

ধারাবলে সন্নিবেশিত।