৩২২ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২) প্রস্তাবিত বিধি সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রকাশ করার পূর্বে উহার উপর সংশ্লিষ্ট সকলের মতামত, পরামর্শ বা আপত্তি আহবান করিয়া বহুল প্রচারিত অনূ্যন একটি বাংলা এবং একটি ইংরেজী পত্রিকায় প্রকাশ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, মতামত, পরামর্শ বা আপত্তি দাখিল করার জন্য অনূ্যন দুই সপ্তাহ সময় দিতে হইবে। (৩) উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন বিশেষ ক্ষেত্র’ উক্ত উপ-ধারার অধীন সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ বা আপত্তি আহবান করা জনস্বার্থে যথাযথ হইবে না বলিয়া বিবেচিত হইলে, বাংলাদেশ ব্যাংক, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সংশ্লিষ্ট বিধি প্রণয়ন করিতে পারিবে । so (8) এই ধরা প্রতিস্থাপনের অব্যবহিত পূর্বে সরকার কর্তৃক প্রণীত বিদ্যমান সকল বিধি, সংশ্লিষ্ট বিষয়ে এই ধারার অধীন বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত এমনভাবে কার্যকর থাকিবে যেন এই ধারা প্রতিস্থাপিত হয় নাই।] - ©o NSO: কতিপয় ক্ষেত্রে ১২১। সরকার, বাংলাদেশ ব্যাংকের পরামর্শক্রমে, সরকারী গেজেটে :"*" প্রজ্ঞাপন দ্বারা, ঘোষণা করতে পারে যে, এই আইনের সকল বা কোন বিশেষ বিধান, কোন নির্দিষ্ট ব্যাংক-কোম্পানী বা সকল ব্যাংক-কোম্পানীর ক্ষেত্রে, সাজবােএজনেতিকেনমেয়াদকালপ্রয়ােজ হবেনা। o সরল বিশ্বাসে কৃত ১২. আল জন সলখিল কৃত লেক্তি জনা বা সল কাজকর্ম রক্ষণ বিশ্বাসে কোন কিছু সম্পাদন করিবার উদ্যোগ গ্রহণের জন্য বা সরল বিশ্বাসে কৃত কোন কাজের উদ্যোগ গ্রহণের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে, বা তাহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার বা বাংলাদেশ बुरकविताकचा उशनसा कर्मकर्ड बकवंशी विचारक6यान भागमा བ་དག་ཨ་ལ་ ཨ་ལ་ཨ་ཐོག་ཝ་ཤ༥ ཨཤ་ཀ་ད་ཤ་བཤ་ཨ་ཙི་ཤ་ཀ ། রহিতকরণ • - ১২৩। (১) ব্যাংক কোম্পানী অধ্যাদেশ, ১৯৯১ (অধ্যাদেশ নং ১৫, -> ১৯৯১) এতদ্বারা রহিত করা হইল। § (২) উপ-ধারা (১) এর অধীনে রহিতকরণ সত্বেও রহিতকৃত উক্ত § Ordinance ARĪ Sistī কৃত সব কিছু বা তদধীন প্রদত্ত ক্ষমতাবলে গৃহীত সকল ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে যেন উহা কৃত বা গৃহীত হইবার তারিখে এই আইন বলবৎ ছিল। o &
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।