পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৮ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ৪। ব্যালেন্স-শীটের বহিঃপ্রান্তীয় কলামে প্রদর্শিত বিনিয়োগের পরিমাণ উহার বাজার মূল্য অপেক্ষা বেশী হইলে, উক্ত বাজার মূল্য আলাদাভাবে বন্ধনীর মধ্যে দেখাইতে হইবে। % ৫ । এই শিরোনামের অধীনে সংশ্লিষ্ট সম্পূর্ণ বৎসরে উপরিউক্ত সকল হিসাবের பி) অবশিষ্ট নগদ (outstanding balance) এর যোগফল একটি মাত্র ইউনিট হিসেবে

  • ○ o দেখাইতে হইবে।

o ৬। (ক) “অংগনসহ ইমারত (ক্ষয়জনিত মূলহোস বাদে)” শিরোনামে ব্যাংককোম্পানীর পূর্ণ বা আংশিক দখলভুক্ত সকল ইমারত ও উহার অংগনাদি o જૂ o প্রদর্শন করিতে হইবে। 'ം (*) *RRIGR #Ì <R5 (fixed capital expenditure) “R (*FGĩ o সংশ্লিষ্ট বৎসরের মূল খরচ, অতিরিক্ত খরচ এবং এইরূপ খরচের হ্রাসকৃত 2/ পরিমাণ দেখাইতে হইবে। একইভাবে ক্ষয়জনিত মূলহোস বাদ দেওয়া ർ. হইলে উহার মোট পরিমাণ; যেক্ষেত্রে সম্পদের পুনঃ মূল্যায়নের কারণে ് বা মূলধনের মূল্যহাসের কারণে কোন অর্থ মূলধন হইতে বাদ দেওয়া সে হয় তাহার মোট পরিমাণও আলাদাভাবে দেখাইতে হইবে। (গ) উপরের (খ) দফায় উল্লিখিত বাদ দেওয়া অর্থ বা সম্পদের পুনঃ মূল্যায়ন যে ব্যালান্স-শীটে প্রদর্শিত হয় উহার পরবর্তী প্রতিটি ব্যালেন্স-শীটে অনুরূপভাবে বাদ দেওয়ার পর মূলধনের যে পরিমাণ দাঁড়ায় তাহা; এবং তারিখ সহ উত্তরুপ বাদ দেওয়া অর্থের পরিমাণ, দেখাইতে হইবে। (ঘ) যে সকল আসবাব, দালানে স্থাপনের সরঞ্জামাদি এবং অন্যান্য সম্পদ পূর্ণতাপ্রাপ্ত হয় নাই উহাদের সম্পর্কে মূলহোস দেখানোর প্রয়োজন নাই। ്) 어 | ༦༣ “ཨ་ལ་ ཨ་ཨཱཙཱ༧ Ha:ཨོཾ་ཨཱཿ ཨཱཿཤར་ང་ শ্রেণীবিন্যাস করা যাইতে g" (ক) সাবসিডিয়ার কোম্পানীর শেয়ারে বিনিয়ােগ (খ) মজুদ আছে এইরূপ মনোহারী দ্রব্যাদি এবং ষ্ট্যাম্প; (গ) সংগৃহীত হয় নাই অথচ অর্জিত হইয়াছে এইরূপ সুদ, কমিশন এবং শেয়ারের উপর প্রাপ্ত দালালীর টাকা এবং ঋণপত্র ও প্রাপ্য অন্যান্য আয়; (ঘ) অগ্রিম আমানত ও অগ্রিম ভাড়া; % (ঙ) প্রাথমিক সাংগঠনিক খরচ, সংস্কার ও উন্নয়নমূলক খরচ এবং পূর্ব পরিশোধিত খরচ; (চ) শাখাসমূহের সমন্বয়; ്ര (ছ) অনিশ্চয়তামূলক হিসাব; ്റ്റ (জ) অন্যান্য। ് ৮। প্রদর্শিত মূল্য বাজার মূল্যের বেশী হইবে না এবং বাজার মূল্য নির্ধারণ করা O সম্ভব না হইলে নির্ভরযোগ্য আনুমানিক মূল্য। সাধারণ নির্দেশাবলী।- যে বছরের লাভক্ষতির হিসাব দেখানো হয় উহার পূর্ববর্তী বছরের সংশ্লিষ্ট সংখ্যা (নির্দেশিত হইলে পূর্ণ টাকা অংকে) আলাদা আলাদা কলামে প্রদর্শিত হইবে।