○○ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত লঙ্ঘন তাহার অজ্ঞাতসারে হইয়াছে অথবা উক্ত লজান রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন। ব্যাখ্যা- এই ধারায় (ক) “কোম্পানী” বলিতে কোন সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষ, বাণিজ্য o প্রতিষ্ঠান ও সমিতি বা সংগঠনকে বুঝাইবে; èst (খ) বাণিজ্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে “পরিচালক” বলিতে উহার ཨཱཿ ཨར་ཨོཾ་ཨཱ་༔ ཕོ་ পরিচালনা বোর্ডের সদস্যকেও বুঝাইবে। ് —o অপরাধ সম্পর্কে ৩০। যদি কোন ব্যক্তির নিকট বা তাহার দখলকৃত বা নিয়ন্ত্রণাধীন কোন mpa) স্থানে কোন মাদকদ্রব্য বা মাদকদ্রব্য প্রস্তুতে ব্যবহারযোগ্য সাজসরঞ্জাম বা যন্ত্রপাতি বা মাদকদ্রব্য প্রস্তুতের জন্য প্রয়োজনীয় কোন বস্তু বা উপাদান পাওয়া যায় এবং যদি উহা এই আইনের কোন ধারা লঙ্ঘনকারী হয়, তাহা হইলে তিনি উক্ত ধারা লঙ্ঘন করিয়াছেন বলিয়া আদালত অনুমান করিতে পারিবেন, এবং তিনি যে উহা করেন নাই উহা প্রমাণের দায়িত্ব তাহার উপর বর্তাইবে। o অপরাধ বিচারার্থ গ্রহণ ৩১। অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন দণ্ডনীয় সকল অপরাধ কিয়ার্থগ্রহী (cognizable) vioso rāIX জামিন সংক্রান্ত বিধান Toso | Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, রাষ্ট্রকে শুনানীর যুক্তিসংগত সুযোগ দিয়া এবং সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করিয়া আদালত কিংবা আপীল আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, এই আইনের অধীন অপরাধ সংঘটনের জন্য অভিযুক্ত কিংবা, ক্ষেত্রমত, দণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তিকে জামিন দেওয়া ন্যায়সংগত হইবে, তাহা হইলে তদৃমর্মে কারণ লিপিবদ্ধ করিয়া আদালত কিংবা, ক্ষেত্রমত, আপীল আদালত উক্ত ব্যক্তিকে জমিনে মুক্তির আদেশ দিতে পরিবে। প্রবেশ ইত্যাদির ৩২। মহা-পরিচালক বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে সাধারণ বা ক্ষমতা তবিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, বিধির বিধান সাপেক্ষে, S o (ক) কোন মাদকদ্রব্য লাইসেন্সবলে প্রস্তুত বা গুদামজাত করা হইয়াছে বা Q হইতেছে এই রকম যে কোন স্থানে যে কোন সময় প্রবেশ করিতে এবং o উহা পরিদর্শন করিতে পারিবেন; o AN SN (খ) লাইসেন্সবলে প্রস্তুতকৃত বা সংগৃহীত মাদকদ্রব্য বিক্ৰয়ের জন্য যে & দোকানে রাখা হইয়াছে সেই দোকানে, দোকান খোলা রাখার সাধারণ Q সময়ে, প্রবেশ করিতে পারিবেন এবং উহা পরিদর্শন করিতে পরিবেন; S ৩১ক ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ৩২ নং আইন) এর ২ ধারাবলে সন্নিবেশিত।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।