বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০ Go ৭। (১) কাউন্সিলের একটি কার্যনির্বাহী পরিষদ থাকিবে, যাহা একজন কাৰ্যনির্বাহী পরিষদ চেয়ারম্যান ও অনূ্যন দুই জন সদস্য-সমন্বয়ে গঠিত হইবে। (২) কাৰ্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহাদের চাকুরীর মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক NONনির্ধারিত হইবে। ് (৩) কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান কার্যনির্বাহী পরিচালক বলিয়া No অভিহিত হইবেন এবং কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কার্য o করিবেন। (৪) কার্যনির্বাহী পরিষদ কাউন্সিলকে উহার কার্যাবলী সুচারুরূপে o বাস্তবায়নের জন্য দায়ী থাকিবে এবং কাউন্সিল কর্তৃক অর্পিত সকল - প্রয়োগ ও দায়িত্ব পালন করিবে। & (৫) কাৰ্যনিৰ্বাহী পরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, ক্ষেত্রমত শূন্য পদে নিযুক্ত নূতন কার্যনির্বাহী পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা কার্যনির্বাহী পরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কাৰ্যনিৰ্বাহী পরিষদের কোন সদস্য কাৰ্যনিৰ্বাহী পরিচালক রূপে কার্য করিবেন। Ø * oS ৮। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, কাউন্সিল উহার নিজের সভা এককপিটল সঙ্গ তিনি তিনি। Se o (২) কাউন্সিলের সভা, উহার চেয়ারম্যানের সম্মতিক্রমে, উহার সচিব কর্তৃক আহুত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে। (৩) কাউন্সিলের সভায় সভাপতিত্ব করিবেন উহার চেয়ারম্যান বা তাহার অনুপস্থিতিতে, উহার ভাইস-চেয়ারম্যান, এবং তাঁহাদের উভয়ের অনুপস্থিতিতে, সাউভিসা কৰ্ম জন্মে হয়ত মনােনীত কনস্য। (৪) কাৰ্যনিৰ্বাহী পরিষদের সকল সভা কাৰ্যনিৰ্বাহী পরিচালকের নির্দেশে আহুত এবং তৎকর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে। - \\ sò (৫) কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতিত্ব করিবেন কার্যনির্বাহী পরিচালক এবং তাহার অনুপস্থিতিতে, তৎকর্তৃক নির্দেশিত উহার কোন সদস্য। (৬) শুধুমাত্র কোন সদস্য পদে শূন্যতা বা কাউন্সিল গঠনে ক্রটি থাকার কারণে কাউন্সিলের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।