ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ আইন, ১৯৯০ ૭ જ ১০। কর্তৃপক্ষ উহার কার্যাবলী সম্পাদনের প্রয়োজনে সরকারের ঋণ গ্রহণের ক্ষমতা পূর্বানুমোদনক্রমে দেশ বা বিদেশের কোন উৎস হইতে ঋণগ্রহণ করিতে পারবে। ১১। কর্তৃপক্ষ প্রতি বৎসর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী অৰ্থ বর্ষিক বাজেট বিবরণী বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত - উহার উল্লেখ থাকিবে । ് ১২। (১) কর্তৃপক্ষ যথাযথভাবে উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের হিসাব রক্ষণ ও বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে । নিরীক্ষা - ১ (২) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব .3 নিরীক্ষক নামে অভিহিত, প্রতি বৎসর কর্তৃপক্ষের হিসাব নিরীক্ষা করবেন এবং নিরীক্ষা ২০ রিপোরে একটকীয়া অলিপি সরকারও কর্তৃপক্ষেরনিক পেশ করবেন। .o (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা-হিসাব নিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারবেন এবং চেয়ারম্যান, কোন সদস্য, বা কর্তৃপক্ষের যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। S. Q ১৩। কর্তৃপক্ষের কার্যাবলী সুষ্ঠভাবে সম্পাদনের উদ্দেশ্যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কর্মকর্তা ও প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা, পরামর্শদাতা, উপদেষ্ট ও অন্যান্য কর্মচারী নিয়োগ কর্মচারী করতে পারবে এবং উহাদের চাকুর শর্তাবলী প্রনিবার নির্ধারিত হইবে: তবে শর্ত থাকে যে, সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে কর্তৃপক্ষ কোন কর্মকর্তা বা অন্যান্য কর্মচারীর পদ সৃষ্টি করিতে পরিবে না। Co. ১৪। বিদ্যুৎ সরবরাহের জন্য কর্তৃপক্ষের অনাদায়ী প্রাপ্য সরকারী দাবী বকেয়া পাওনা আদায় (Public demand) হিসাবে আদায়যোগ্য হইবে। ১৫। কর্তৃপক্ষের কার্যাবলী সম্পাদনের জন্য কোন জমি প্রয়োজন হইলে উহ্য কর্তৃপক্ষের জন্য জমি জনস্বার্থে প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হইবে এবং এতদুদ্দেশ্যে উহা The Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (II of 1982) এর বিধান মোতাবেক হুকুম দখল বা অধিগ্রহণ করা যাইবে। e$ ১৬। (১) কর্তৃপক্ষের কোন প্রকল্প প্রস্তুত বা বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রবেশ ইত্যাদির হইলে চেয়ারম্যান বা কোন সদস্য বা চেয়ারম্যানের নিকট হইতে এতদুদ্দেশ্যে "" সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কর্মচারী (ক) কোন জায়গায় প্রবেশ করিতে এবং উহা জরীপ করিতে পরিবেন;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।