পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e$ ԳՎ) নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯০ ১৯৯০ সনের ৪২ নং আইন [২৭ জুন, ১৯৯০] ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন । যেহেতু ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান সমীচীন ও প্রয়োজন; so o সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- o ACN ১। এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯ নামে অভিহিত হইবে। ം് ২। তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে এক হাজার নয়শত ছিয়াত্তর কোটি ছিয়ানকবই লক্ষ তেষট্টি হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে দেয় ও প্রয়ােজ হবে।" \' এই আইন বা সংযুক্ত তহবিল হইতে পরিশোধ ও প্রয়োগ করিবার ן ס\ জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসর সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে। ~~ N o - o o so o o সংক্ষিপ্ত শিরোনামা S$br్భ-స్ప్రిం చెTడౌF জন্য সংযুক্ত তহবিল হইতে Sha్ముసిలుర్మింoం টাকা প্রদান