দানকর আইন, ১৯৯০ $\లి (২) যদি কোন ব্যক্তি উপযুক্ত কারণ ব্যতিরেকে উপ-ধারা (১) এর অধীন কর পরিশোধ করিতে ব্যর্থ হন, তাহা হইলে তিনি খেলাপকারী করদাতা বলিয়া গণ্য হইবেন। ৯। যদি কোন ব্যক্তি ধারা ৭এ উল্লিখিত সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল না বিলম্বে রিটার্ন দাখিল - করিয়া থাকেন, অথবা উক্ত ধারার অধীন দাখিলকৃত রিটর্নে কোন সংশোধন এবংরিটার্নসংশোধন ৯ প্রয়োজন বোধ করেন, তাহা হইলে তিনি কর নির্ধারণের পূর্বে যে কোন সময় èst একটি রিটার্ন বা, ক্ষেত্রমত, সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন। * ১০। (১) যদি উপ-কর কমিশনার ধারা ৭ বা ৯ এর অধীন দাখিলকৃত লকি রিটার্ন পরীক্ষান্তে উহা শুদ্ধ ও সম্পূর্ণ বলিয়া সন্তুষ্ট হন, তাহা হইলে তিনি উক্ত । ം് く o (২) যদি উপ-কর কমিশনার উক্তরূপ সন্তুষ্ট না হন, তাহা হইলে তিনি রিটানের স্বপক্ষে প্রমাণাদি পেশ করিবার নির্দেশ দিতে পারিবেন। &o Q) (৩) উপ-কর কমিশনার করদাতা কর্তৃক দাখিলকৃত প্রমাণাদি পর্যালোচনাক্রমে এবং প্রয়োজনবোধে শুনানী প্রদানের পর করদাতা কর্তৃক প্রদেয় দানকর নির্ধারণ করিতে পারিবেন। ○○ー > (৪) যদি কোন ব্যক্তি ধারা ৭(২) এর অধীন নোটিশ প্রাপ্তির পর রিটার্ন দাখিল করিতে ব্যর্থ হন অথবা উপ-ধারা (২)-এর অধীন নোটিশ প্রাপ্তির পর রিটানের স্বপক্ষে প্রমাণাদি পেশ করিতে ব্যর্থ হন, তাহা হইলে উপ-কর কমিশনার তৎকর্তৃক প্রাপ্ত তথ্য ও প্রমাণাদির ভিত্তিতে কর দাতা কর্তৃক প্রদেয় দমকলি কতিপলিন - _o ১১। যদি কোন ব্যক্তি তৎকর্তৃক উপ-কর কমিশনারের নিকট দাখিলকৃত খেলাপ ও তথ্য কোন রিটার্নে ইচ্ছাকৃতভাবে কোন ভুল তথ্য পরিবেশন করেন বা উপ-কর লাপলর জমিন" ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হন, তাহা হইলে উপ-কর কমিশনার তৎকর্তৃক নির্ধারিত দানকরের অনধিক শতকরা ৫০ ভাগ পরিমাণ অর্থ জরিমানা হিসাবে আরোপ কলিৰ এই জরিমানা দানকরের সহিত আদায়যোগ্য হইবে : তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানীর যুক্তিসংগত সুযোগ না দিয়া এবং পরিদশী যুগা-কর কমিশনারের পূর্বানুমোদন ব্যতিরেকে উক্তরূপ কোন sজরিমানা আরোপ করা যাইবে না। &, CŞ ১২। (১) কোন ব্যক্তি এই আইনের অধীন উপ-কর কমিশনার বা কর আপীল, ইত্যাদি আদায় কর্মকর্তার কোন আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত আদেশ যদি আয়কর অধ্যাদেশের অধীন আয়কর সম্পর্কিত কোন আদেশ হইত তাহা হইলে উক্ত আদেশের বিরুদ্ধে উক্ত অধ্যাদেশের অধীন যে কর্তৃপক্ষের নিকট আপীল
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।