>>8 গণভোট আইন, ১৯৯১ ১৯৯১ সনের ২৫ নং আইন [১০ আগস্ট, ১৯৯১] - o গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার অথবা ৮, ৪৮, ৫৬, ৫৮, o ৮০, ৯২ক বা ১৪২ অনুচ্ছেদ সংশোধনের ব্যবস্থা করিয়া কোন বিল উক্ত সংবিধানের ১৪২(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদে গৃহীত হইবার পর উহাতে রাষ্ট্রপতি সম্মতিদান করিবেন কি করিবেন না এই প্রশ্নটি যাচাইয়ের জন্য গণভোটের বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। o যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার অথবা ৮, ৪৮, ৫৬, ৫৮, ৮০, ৯২ক বা ১৪২ অনুচ্ছেদ সংশোধনের ব্যবস্থা করিয়া কোন বিল উক্ত সংবিধানের ১৪২(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদে গৃহীত হইবার পর উহাতে রাষ্ট্রপতি সম্মতিদান করিবেন কি করিবেন না এই প্রশ্নটি যাচাইয়ের জন্য সংবিধানের ১৪২(১ক) অনুচেছদ মোতাবেক গণভোটের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; o কোন্ত্ৰিলাল সংক্ষিপ্ত শিরোনামা S ཨཝི་ཡ་ཐོག་ཀྲུང་གླིང་ལྷ་ཐོན་ ১৯৯১ নামে অভিহিত হইবে। সংজ্ঞা ২।দিলেইলেক্ষিনাবলি এই আইনে, (ক) “কমিশন" অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদে উল্লিখিত নির্বাচন কমিশন & (খ) “গণ-ভেট” অৰ্থ এই আইনের অধীন অনুষ্ঠিতব্যগণ-ভেট so (গ) “প্রিজাইডিং অফিসার” অর্থ ধারা ৬ এর অধীন নিয়োগকৃত কোন 、ふー প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের ক্ষমতা প্রয়োগ এবং S দায়িত্ব পালনকারী কোন সহকারী প্রিজাইডিং অফিসারও ইহার Q o অন্তর্ভুক্ত হইবে; § (ঘ) “পোলিং অফিসার” অর্থ ধারা ৬ এর অধীন নিয়োগকৃত কোন পোলিং - S অফিসার: o (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি (5) “CŞüß Wolfsos" of Electoral Rolls Ordinance, 1982 (LXI of 1982) এর অধীন প্রস্তুতকৃত বা প্রস্তুতকৃত বলিয়া গণ্য কোন ভোটার তালিকা:
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।