গণভোট আইন, ১৯৯১ ᎼᎼ☾ (ছ) “ভোটার” অর্থ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কোন ব্যক্তি; (জ) “রিটার্নিং অফিসার” অর্থ ধারা ৪ এর অধীন নিয়োগকৃত রিটার্নিং অফিসার; (ঝ) “সহকারী রিটার্নিং অফিসার” অর্থ ধারা ৪ এর অধীন নিয়োগকৃত কোন NON সহকারী রিটানিং অফিসার। ് ৩। সংবিধানের ১৪২(১ক) অনুচ্ছেদ মোতাবেক গণভোট অনুষ্ঠানের কমিশন কর্তৃক &o উদ্দেশ্যে রাষ্ট্রপতির নির্দেশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কমিশন সরকারী গেজেট আপনার ১ একটি প্রজ্ঞাপন জারী করিয়া গণভোটের তারিখ নির্ধারণ করিবে: Q} . -- তবে শর্ত থাকে যে, উক্ত তারিখ এমনভাবে নির্ধারণ করা হইবে যাহাতে উক্ত & প্রজ্ঞাপন জারীর তারিখ হইতে ৪০ দিনের মধ্যে গণভোট অনুষ্ঠান করা যায়। s 8 ()ణాళాశాఢాణా స్క్లో ఈ রিটানিং অফিসার এবং প্রয়োজনীয় সংখ্যক সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করিবে এবং নিয়োগ তাহাদের প্রত্যেকের অধিক্ষেত্র নির্ধারণ করিয়া দিবে। so N (২) প্রত্যেক সহকারী রিটানিং অফিসার, কমিশনের নির্দেশ সাপেক্ষে, এই আইনের অধীন তাহার উপর অর্পিত দায়িত্ব পালনে সহায়তা প্রদানের জন্য তাহার অধিক্ষেত্রের এলাকায় এক বা একাধিক সহায়তাকারী কর্মকর্তা নিয়োগ করিতে পারিবেন। e?) ৫। (১) প্রত্যেক সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের নির্দেশ ভোটকেন্দ্র সাপেক্ষে, তাহার অধিক্ষেত্রের এলাকায় গণভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোটকেন্দ্রের ব্যবস্থা করবে। (২) প্রত্যেক ভোটকেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য প্রয়োজনীয় সবাক ক’লেবান নি। (b) সর্বসাধারণের জন্য উন্মুক্ত নহে এইরূপ স্থানকে ভোটকেন্দ্র হিসাবে নির্ধারণ করা যাইবে না। -৬। (১) সহকারী রিটানিং অফিসার প্রতিটি ভোটকেন্দ্রের জন্য একজন প্রিজাইডিং অফিসার ও প্রিজাইডিং অফিসার এবং প্রয়োজনীয় সংখ্যক সহকারী প্রিজাইডিং অফিসার ও ཕྱྭ་ག་ཕུའི་ཀ་ ংলনিসিলি দল। - CŞ (২) প্রিজাইডিং অফিসার এই আইন অনুযায়ী ভোট গ্রহণ কার্য পরিচালনা করিবেন এবং ভোটকেন্দ্রের শৃংখলা বজায় রাখার জন্য দায়ী থাকিবেন এবং তাহার মতে ভোট গ্রহণে নিরপেক্ষতা ক্ষুন্ন হইতে পারে এইরূপ ঘটনা সম্পর্কে রিটানিং অফিসারকে অথবা সহকারী রিটানিং অফিসারকে অবহিত করিবেন।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।