গণভোট আইন, ১৯৯১ Sఎ\లి (৩) উপ-ধারা (২) অনুযায়ী প্রস্তুতকৃত ফলাফলের বিবরণী রিটার্নিং অফিসারের নিকট হইতে প্রাপ্তির পর কমিশন উক্ত ফলাফল সরকারী গেজেটে প্রকাশ করিবে এবং রাষ্ট্রপতিকে অবহিত করিবে। ২০। সততা, ন্যায়নিষ্ঠা ও নিরপেক্ষতা এবং এই আইন ও বিধির নির্বাচন কমিশনের NQবিধানাবলী অনুযায়ী গণভোট অনুষ্ঠান নিশ্চিতকরণের লক্ষ্যে কমিশন, উহার আদেশ জারী করার ് মতে, প্রয়োজনীয় যে কোন নির্দেশাবলী জারী এবং উহার অধীনস্থ যে কোন " o কর্মকর্তা কর্তৃক এই আইন ও বিধি অনুযায়ী প্রদত্ত যে কোন আদেশ ও নির্দেশ & পুনর্বিবেচনা এবং তৎসম্পর্কে কোন অন্তর্বর্তী আদেশ প্রদানের ক্ষমতাসহ যে ് কোন ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে । @o ২১। (১) এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে কমিশন আদেশ দ্বারা যে কোন কমিশনকে সহায়তা ব্যক্তি বা কর্তৃপক্ষকে যে কোন দায়িত্ব পালন ও সহায়তা প্রদান করার জন্য বাধ্য প্রদান করিতে পারিবে । o & (২) সরকারের সকল নির্বাহী কর্তৃপক্ষ কমিশনকে উহার দায়িত্ব পালনে সহায়তা করিবে এবং এই উদ্দেশ্যে সরকার, কমিশনের অনুরোধক্রমে, প্রয়োজনীয় নির্দেশ জারী করিবে। ംര് ২২ ৷ এই আইন বা কোন বিধি বা উহার অধীন প্রদত্ত কোন আদেশ বা দায়মুক্তি নির্দেশ মোতাবেক সরল বিশ্বাসে কৃত বা অভিপ্রেত কোন কিছুর জন্য কমিশন বা আবেলি কুম্ভনে দেওয়ানীবালা মাল বা জনা কেন কার্যধারা চলিবে না ~ আইনগত | so ২৩। এই আইনের অধীন করা প্রয়ােজন অথচ ইহার জন্য কোন বিধান বা কতিপয় বি_ে পর্যাপ্ত বিধান নাই এইরূপ কোন কার্য কমিশন কর্তৃক নির্দেশিত ব্যক্তি বা কর্তৃপক্ষ কমিশন কর্তৃক নির্দেশ ২৪। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, নির্বাচন কমিশনের সহিত বিধি প্রণয়ন পরামর্শক্রমে সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পরিবে। © o - e$
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।