Ꮌ8> পানি সম্পদ পরিকল্পনা আইন, ১৯৯২ ১৯৯২ সনের ১২ নং আইন [১ ফেব্রুয়ারি, ১৯৯২] o পানি সম্পদ উন্নয়ন ও উহার সুষম ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত ് আইন। SS ് যেহেতু পানি সম্পদ উন্নয়ন ও উহার সুষম ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে <o" বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; ് s সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- o o ১। এই আইন পনি সম্পদ পরিকল্পনা আইন, ১৯৯২ নামে অভিহিত সক্ষিপ্তশিরোনামা হইবে। - No ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- সংজ্ঞা (ক) “কার্য নির্বাহী পরিষদ” অর্থ ধারা • ક્રષ્ટી গঠিত কার্য নির্বাহী পরিষদ: o o (খ) “পরিচালক” অর্থ সংস্থার ཨ་མ་ང་མ་ (গ) “প্রবিধান” অর্থ এইজুইলর অধীন প্রণীত প্রবিধান; (ঘ) “বোর্ড” অর্ধধর ઈલ્લે অধীন গঠিত পরিচালনা বোর্ড; (8) “ཕ་མ་ཤང་། རྡོ་ আইনের অধীন প্রণীত বিধি; (চ) “মহা-পরিচালক” অর্থ সংস্থার মহা-পরিচালক N (N :) অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত পানি সম্পদ পরিকল্পনা S- সংস্থা। SN ડા (১) এই আইন বলবৎ হইবার পর, যতশীঘ্র সম্ভব, সরকার সরকারী সংস্থা প্রতিষ্ঠা এই গেজেট প্রজ্ঞাপন দ্বারা, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করবে। (২) সংস্থা একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।