SఫిO অর্থ আইন, ১৯৯২ (ঙ) দফা (ফ) তে “আগাম আয়কর” শব্দগুলির পরিবর্তে “আগাম আয়কর এবং রপ্তানি পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে ব্যবহৃত, সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে নির্ধারিত, কোন উপকরণের উপর প্রদত্ত সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে; NQ(চ) দফা (ভ) তে “বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” ് শব্দগুলি ও কমাগুলি বিলুপ্ত হইবে: o (৩) ধারা ৩ এর উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৪) সংযোজিত হইবে, যথা:- ് “(৪) এই ধারার অধীন মূল্য সংযোজন কর ধার্য ও প্রদানের উদ্দেশ্যে কোন আমদানিকৃত বা সরবরাহকৃত পণ্যের শ্রেণীবিন্যাস (Classification) is (85(U, Customs Act ist অধীন পণ্যের শ্রেণীবিন্যাস প্রযোজ্য হইবে।”; o (৪) ধারা ৫ এ,- & (১) উপ-ধারা (৪) এ “বিধির ਾਂ শব্দগুলির পরিবর্তে “আদেশ দ্বারা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং - (২) উপ-ধারা ৫ এরপর নিম্নরূপ উপ-ধারাগুলি সন্নিবেশিত হইবে, যথা:– co “(৬) উপ-ধারা (২) বা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ২২ এর দফা (থ) এর উপ-দফা (উ) এর আওতায় প্রস্তুতকৃত <? বা উৎপাদিত পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১- ধার্যের জন্য উক্ত পণ্যের মূল্যের মধ্যে অন্য কোন ব্যক্তির •o কাঁচামাল বা উপকরণ, যাহা দ্বারা উক্ত পণ্য প্রস্তুতকৃত বা o উৎপাদিত হইয়াছে উহা অন্তর্ভুক্ত হইবে না: তবে শর্ত থাকে যে, এ ক্ষেত্রে ধারা ৯ এর আওতায় কোন Q, উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে না। (৭) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, যদি বোর্ড, জনস্বার্থের *) গুরুত্ব বিবেচনা ও যথোপযুক্ত অনুসন্ধানপূর্বক সন্তুষ্ট হয় যে কোন © করযোগ্য পণ্য বা সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর, বা § ক্ষেত্রমতে, মূল সংযোজন কর ও সম্পূরক শুদ্ধ ধৰ্য করার oS নিমিত্তে গেজেটে উহার ট্যারিফ মূল্য নির্ধারণ করা সমীচীন তাহা so হইলে বোর্ড সরকারী গেজেটে জারিকৃত আদেশ দ্বারা উক্ত & করযোগ্য পণ্য বা সেবার ট্যারিফ মূল্য নির্ধারণ করিতে পারবে।” Q (৫) ধারা ৭ এর উপ-ধারা (২) এ (ক) দফা (খ) তে, “যাহা” শব্দটির পরিবর্তে “যাহাতে” শব্দটি প্রতিস্থাপিত হইবে এবং উক্ত দফার শেষ প্রান্তস্থিত “এবং” শব্দটি বিলুপ্ত হইবে;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।