পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sఫిb" তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার উদ্দেশ্যে চতুর্থ তফসীলের ক শতাংশে উল্লেখিত কোন রেয়াত বা অংক বাদ দেওয়া যাইবে না। (৪) (ক) ১৯৯২ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বৎসরে, কোন কোম্পানী যাহা বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত, অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি রপ্তানী ব্যবসা হইতে প্রাপ্ত কোন মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে দফা (খ) ও (গ) এর বিধান সাপেক্ষে, উক্ত আয়ের উপর প্রদেয় আয়কর ৫০% হারে হাস করা হইবে: তবে শর্ত থাকে যে, স্থানীয়ভাবে তৈয়ারী যন্ত্রপাতি, সরঞ্জামাদি এবং দেশে উৎপাদিত অন্যান্য তৈয়ারী পণ্যসামগ্রী যদি কোন সংস্থার নিকট তাহাদের বৈদেশিক মুদ্রার কোটায় সংগ্রহণ কার্যক্রমের অধীনে বিক্রয় করা হয় তবে ২ তাহাও এই দফায় ব্যবহৃত “রপ্তানী ব্যবসা” এর সংজ্ঞাভুক্ত হইবে: s o আরও শর্ত থাকে যে, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত কাচামাল এবং অন্যান্য উপকরণাদি যদি অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের ভিত্তিতে রপ্তানীমুখী শিল্পসমূহে সরবরাহ করা হয়, তবে তাহাও এই দফায় ব্যবহৃত “রপ্তানী ব্যবসা” এর সংজ্ঞাভুক্ত হইবে। o Q (খ) নিম্নবর্ণিত দ্রব্যাদি বা দ্রব্যাদির শ্রেণীসমূহের ক্ষেত্রে (ক) দফায় বর্ণিত বিধান প্রযোজ্য হইবে না, যথা:– ര് Q, (১) চা; & (২) কাঁচা পাট; S (b) శాg o, - (৪) কাচা চর্মাদি এবং ওয়েট-ব্ল চামড়া; (৫) জাতীয় রাজস্ব বোর্ড সময় সময় প্রজ্ঞাপনের মাধ্যমে এই N তালিকায় অন্তর্ভুক্ত করিতে পারে এইরূপ অন্যান্য দ্রব্যাদি। (J”ಣ್ಣಲ್ಲ: S- আরোপণযোগ্য কর নির্ধারণ এবং এই উপ-ধারার বিধানসমূহ NS কার্যকরণের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন o করিতে পারিবে । (৫) ১৯৯২ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বৎসরে কোন করদাতার, বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত, মোট আয়ের মধ্যে যদি যাত্রীবাহী বাস বা যাত্রীবাহী লঞ্চ হইতে লব্ধ মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে ঐ বাস বা লঞ্চের মুনাফার উপর আরোপণযোগ্য আয়করের শতকরা ৫০ ভাগ রেয়াতী হারে কর ধার্য করা হইবে। o - অর্থ আইন, ১৯৯২