পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こ○ মূল্য সংযোজন কর আইন, よ。ああふ ৮খ। কমিশনের ক্ষমতা ও দায়িত্ব- অর্থ আইন, ২০০২ (২০০৪ সনের ১৪ নং আইন) এর ৭৮ ধারাবলে বিলুপ্ত | ৮গ। কিমিশনের নিকট আবেদন ও আপীল- অর্থ আইন, ২০০২ (২০০৪ সনের ১৪ নং আইন) এর ৭৯ ধারাবলে বিলুপ্ত ] ಬ್ಲೀ চ। বাের্তা সতী স্ট্রে গ্রুপ ললে এক বা ? ইউনিট কোন নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট পরিসীমা বা শ্রেণীর করদাতার নিকট হইতে মূল্য - সংযোজন কর আদায় ও তত্ত্বাবধানের জন্য উক্ত শ্রেণীর করদাতাদের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক বৃহৎ করদাতা ইউনিটে (Large Taxpayer Unit বা LTU) গঠন করিতে পারিবে।] o so - O কর রেয়াত ৯। (১) করযোগ্য পণ্যের সরবরাহকারী, ব্যবসায়ী বা করযোগ্য সেবা প্রদানকারী প্রতি কর মেয়াদে তৎকর্তৃক সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার উপর প্রদেয় উৎপাদ করের (output tax) বিপরীতে, নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত, (ক) অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর ১১ (খ) টার্ণওভার করের আওতাভুক্ত করদাতার নিকট হইতে সংগৃহীত উপকরণের উপর পরিশোধিত টাৰ্ণওভার কর; (*) পণ্য উৎপাদন বা সেবা প্রদানে ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত ཨུན་ལ་ཕ༤༠༤: ৫)শুরু বা কেন্দ নববর্য মােড়কের উপর o পরিশোধিত মূল্য সংযোজন কর; & (ঙ) করযোগ্য পণ্য উৎপাদন বা করযোগ্য সেবা প্রদানের সহিত সরাসরি S. সম্পৃক্ত হইলেও কোন দালান-কোঠা বা অবকাঠামো বা স্থাপনা নির্মাণ, o সুষমীকরণ, আধুনিকীকরণ, প্রতিস্থাপন, সম্প্রসারণ, N পুনঃসংস্কারকরণ ও মেরামতকরণ, সকল প্রকার আসবাবপত্র, N ষ্টেশনারী দ্রব্যাদি, এয়ারকন্ডিশনার, ফ্যান, আলোক সরঞ্জাম, Q জেনারেটর ইত্যাদি ক্রয় বা মেরামতকরণ, স্থাপত্য পরিকল্পনা ও § নকশা ইত্যাদির সহিত সংশ্লিষ্ট পণ্য এবং সেবার উপর পরিশোধিত o মূল্য সংযোজন কর; ধারা ৮ঘ অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৪৭ ধারাবলে সন্নিবেশিত। * উপ-ধারা (১) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৯ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “প্রতিস্থাপন, সম্প্রসারণ,” শব্দগুলি ও কমাগুলি অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭৫ ধারাবলে

সন্নিবেশিত। NQ