পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূল্য সংযোজন কর আই F, SAS (চ) করযোগ্য পণ্য উৎপাদন বা সরবরাহ বা করযোগ্য সেবা প্রদানের সহিত সম্পৃক্ত, বিধি দ্বারা নির্ধারিত, বিভিন্ন পণ্য ও সেবা এবং উহাদের উপর পরিশোধিত মূল্য সংযোজন করের হারের অতিরিক্ত মূল্য সংযোজন কর;] (ছ) ভ্রমণ, আপ্যায়ন, কর্মচারীর কল্যাণ ও উন্নয়নমূলক কাজের ব্যয়ের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর;

  • (ছছ) ধারা ৫ এর

(অ) উপ-ধারা (২) এ উল্লিখিত পণ্যের করযোগ্য মূল্য ভিত্তির মধ্যে অন্তর্ভুক্ত নয় এমন উপকরণের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর; ২১ o o (আ) উপ-ধারা (২) এর দ্বিতীয় শতাংশে উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ২১ ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর । (জ) ধারা ৫ এর উপ-ধারা (৪) এর বিধান অনুযায়ী কোন নির্দিষ্ট সেবা প্রদানকারী কর্তৃক ক্রীত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর; -് $ M(জজ) ধারা ৫ এর উপ-ধারা (৪ক) এ উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ ধ্ৰু (ঝ) ধারা ৫ এর উপ-ধারা (৭) এর বিধান অনুযায়ী নির্ধারিত ট্যারিফ মূল্যের ভিত্তিতে পণ্য সরবরাহকারী কর্তৃক ক্রীত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর “(ঞ) পণ্যের সরবরাহকারী, ব্যবসায়ী বা সেবা প্রদানকারীর নিবন্ধন সংখ্যা ব্যতীত অন্য কোন নিবন্ধন সংখ্যা সম্বলিত বিল অব এন্ট্রি বা চালানপত্রেউল্লিখিত উপকরণ করা (ট) অন্যের অধিকারে, দখলে, তত্ত্বাবধানে রক্ষিত পণ্যের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর: “তবে শর্ত থাকে যে, চালানপত্র বা বিল অব এন্ট্রিতে বর্ণিত সমুদয় ২১ উপকরণ যেই তারিখে করদাতার উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদান স্থলে প্রবেশ করিবে সেই তারিখ হইতে পরবর্তী ৩০ (ত্ৰিশ) দিনের & মধ্যে সমুদয় উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে হইবে:] Q - _o & * দফা (চ) অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৪৮ ধারাবলে প্রতিস্থাপিত। CŞ * দফা (ছছ) অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৩৮ ধারাবলে প্রতিস্থাপিত। * দফা (জজ) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮০ ধারাবলে সন্নিবেশিত। * দফা (এঃ) অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৪৮ ধারাবলে প্রতিস্থাপিত। * শর্তাংশটি অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭৫ ধারাবলে প্রতিস্থাপিত।