পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ૨૨ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ আরো শর্ত থাকে যে, উপকরণের সাথে সম্পৃক্ত দলিলাদি করদাতা তাহার অধিকার পাওয়া সত্ত্বেও যুক্তিসংগত কোন কারণে একই কর মেয়াদে সমুদয় উপকরণ তাহার উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদান স্থলে প্রবেশ করাইতে ব্যর্থ হইলে উক্ত উপকরণ উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদান স্থলে সম্পূর্ণভাবে প্রবেশ করানো সাপেক্ষে পরবর্তী কর মেয়াদের যে কোন NONতারিখে উক্ত উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে ।] ് so (১ক) মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে উপকরণ কর রেয়াত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে গ্রহণ করিতে হইবে।] ് গ(২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষেত্রসমূহে উপকরণ কর রেয়াত গ্রহণের অধিকার না থাকা সত্ত্বেও কোন ব্যক্তি উক্তরূপ কর রেয়াত গ্রহণ করিলে সংশ্লিষ্ট কর্মকর্তা, ধারা ৩৭ এ যাহা কিছুই থাকুক না কেন, গৃহীত রেয়াত নাকচ করিয়া চলতি হিসাব বা দাখিলপত্রে প্রয়োজনীয় সমন্ময়-সাধনের নির্দেশ দিতে পারিবেন।] o ON M(২ক) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (২) এর অধীন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নির্দেশের ফলে কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে, তিনি উক্ত নির্দেশের বিরুদ্ধে উক্ত সংশ্লিষ্ট কর্মকর্তার উধ্বতন মূল্য সংযোজন ○ (২খ) উপ-ধারা லிக অধীন কোন লিখিত আপত্তি দাখিল করা হইলে, উক্ত কর্মকর্তা লিখিত আপত্তি দাখিলের তারিখ হইতে সাত কার্যদিবসের মধ্যে আপত্তি দাখিলকারী ব্যক্তিকে শুনানীর যুক্তিসংগত সুযোগ প্রদানপূর্বক, উহা স্পিলি এবং উক্ত কর্মকর্তার অনুরূপ কোন আদেশ চূড়ান্ত হইবে।] o (৩) করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী কোন ব্যক্তি যিনি মূল্য সংযোজন কর আরোপযোগ্য নহে এমন পণ্যও সরবরাহ করেন SN বা এমন সেবাও প্রদান করেন তিনি মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য প্রস্তুতে বা উৎপাদনে বা প্রদত্ত সেবায় মোট উপকরণের যে পরিমাণ ব্যবহৃত হইয়াছে সেই পরিমাণের অনুপাতে উৎপাদ করের বিপরীতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন। উপ-ধারা (১ক) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৯ ধারাবলে প্রতিস্থাপিত। * উপ-ধারা (S) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৯ ধারাবলে প্রতিস্থাপিত | উপ-ধারা (২ক) ও (২খ) অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৩৮ ধারাবলে সন্নিবেশিত।