পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূল্য সংযোজন কর আইন, ᎩᏱᏱᎩ ২৩ (৪) করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী বা ব্যবসায়ী কর্তৃক মূল্য সংযোজন কর পরিশোধিত উপকরণ উৎপাদনস্থল, সেবা প্রদান বা ব্যবসায়স্থল সংরক্ষণকালে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হইলে উক্ত ধ্বংস প্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের উপকরণ কর বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিম্পত্তিযোগ্য হইবে।] NQ o ১০। যে ক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক কোন করযোগ্য পণ্য সরবরাহ উৎপাদুকর প্রদান èst বাবদ চালানপত্র প্রদানের পর পণ্যের বিক্রয় বাতিল করা হয় এবং পণ্য ফেরত পরবর্তীকালবি গ্রহণ করা হয়, সে ক্ষেত্রে উক্ত ব্যক্তি উক্ত ফেরত গৃহীত পণ্য সরবরাহের উপর " o প্রযোজ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক o চলতি হিসাব ও পরবর্তী দাখিল পত্রের মাধ্যমে তৎকর্তৃক প্রদেয় উৎপাদ করের <o" বিপরীতে সমন্ময় করিতে পারিবেন। ് o, ১১। যে ক্ষেত্রে কোন কর মেয়াদে রেয়াতযোগ্য উপকরণ কর প্রদেয় উদ্ধৃত্ত উপকরণ করের কর্তৃক পরবর্তী কর মেয়াদের চলতি হিসাবে জের টানা হইবে এবং উহা শেষোক্ত কর মেয়াদে উপকরণ কর বলিয়া গণ্য হইবে। o ১২। কোন নিবন্ধিত ব্যক্তির নিকট এই আইন প্রবর্তনের তারিখে উক্ত আইন প্রবর্তনের wifo-H of woo (fits Excises and Salt Act, 1944 (I of 1944) so. এর অধীনে আবগারী শুল্ক আরোপযোগ্য এবং Sales Tax Ordinance, 1982 - - - - - - - (XVIII of 1982) এর অধীনে বিক্রয় কর আরোপযোগ্য উপকরণের অথবা এই আইন প্রবর্তনের পরবর্তী কোন সময়ে নূতনভাবে মূল্য সংযোজন করের আওতায় অন্তর্ভুক্ত কোন পণ্য প্রস্তুতে বা উৎপাদনে ব্যবহৃতব্য মূল্য সংযোজন কর প্রদত্ত উপকরণের মজুদ থাকিলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদনক্রমে বিধি দ্বারা নির্ধারিত কোন মেয়াদে ক্রীত উক্তরূপ উপকরণ বাবদ বিধিতে গ্রহ করতে পারবেন।৩

ിപ്പ

So I (S) iCustoms Act, 1969 (IV of 1969) “El Chapter VI offo to এর বিধানাবলীতে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার অধীনে যে কোন " - / ব্যবহৃত উপকরণের ব্যক্তি তৎকর্তৃক রপ্তানিকৃত পণ্য প্রস্তুতে বা উৎপাদনে বা রপ্তানিকৃত সেবায় বা উপর নদন্তকর রপ্তানিকৃত বলিয়া গণ্য পণ্যে বা সেবায় বা ধারা ৩ এর উপ-ধারা (২) এ প্রত্যপণ উল্লেখিত খাদ্য বা অন্য কোন সামগ্রীতে ব্যবহৃত উপকরণের উপর প্রদত্ত মূল্য (Drawback) --- S. -് * উপ-ধারা (৪) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮০ ধারাবলে সংযোজিত। ૨ “Customs Act, 1969 (IV of 1969) és Chapter VI stā fosfīzēÏNE Tā fāzē RIKE FI GEFI, sẽ ধারার অধীনে” শব্দগুলি, কমাগুলি, বন্ধনী ও সংখ্যাগুলি অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৯০ ধারাবলে সন্নিবেশিত।

  • "প্রত্যপণ (Drawback)” শব্দগুলি ও বন্ধনী “প্রত্যপণ” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং

আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।