রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ ২৬৫ (৩) পরিমাপ যন্ত্রের ওজন ও মাপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক যে মাপ ঠিক করা আছে উহার সহিত গরমিল হইলে এই ধারার অধীন সংশ্লিষ্ট পরিমাপযন্ত্র বা দাড়িপাল্লা মিথ্যা বলিয়া গণ্য হইবে। ২৬। (১) পুলিশ কমিশনার সরকারের পূর্বানুমোদনক্রমে এবং এই আইন ও প্রবিধান প্রণয়নে NONবিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে প্রবিধান প্রণয়ন সুন্দর ് করিতে পারিবেন, যথা:- šo N. (ক) পোতাশ্রয়, রেল ষ্টেশন, ইত্যাদিতে যাত্রীদের মালমাল বহনের জন্য o কাজ করিতে ইচ্ছক ব্যক্তিদের লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ o কাজে নিযুক্ত ব্যক্তিদের মজুরীর হার নির্ধারণ; > N (খ) রাস্তায় ও সর্বসাধারণের ব্যবহার্য স্থানে যানবাহন দাঁড় করাইয়া রাখার ശ് শর্তাবলী আরোপ এবং যানবাহন বা গবাদি পশুর বিশ্রামস্থল হিসাবে - রাস্তার ব্যবহার নিয়ন্ত্রণ; o Q, (গ) রাস্তা ও সর্বসাধারণের ব্যবহার্য স্থানে সকল প্রকার যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসাধারণের অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে রাস্তা ও সর্বসাধারণের ব্যবহার্য স্থানে অশ্বারোহণ, গাড়ী ও সাইকেল চালনা, হাটা এবং গবাদি পশু লইয়া যাওয়া নিয়ন্ত্রণ; ১৭১১ (খ) বাস্তয় চলাচলকার যানবাহন আলো বাতির সংখ্যা ও উহাদের ব্যবহারের সময় নির্ধারণ; co -\o (ঙ) দিনের বেলায় রাস্তায় কখন গবাদি পশু চলাচল করিতে পরিবে না অথবা কোন কোন রাস্তা দিয়া চলাচল করিতে পারিবে না তাহা নির্ধারণ অথবা উহাদের চলাচলের উপর শর্ত আরোপ; -*>" (চ) রাস্তা দিয়া কাষ্ঠ, মই, লোহার পাত, রড, ইত্যাদি জাতীয় লম্বা ও চওড়া দ্রব্যসামগ্ৰী বহনের সময়, রাস্তা ইত্যাদি নিয়ন্ত্রণ ও পদ্ধতি নির্ধারণ; (ছ) আশেপাশের বাসিন্দাদের এবং যানবাহন আরোহীদের অসুবিধা ও বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গনདང་། ཕོ་ཐོག, বাদ্য-বাজনা, হৰ্ণ বাজানো ইত্যাদির অনুমতি প্রদান ও নিয়ন্ত্রণ; இல রাস্তা দিয়া শোভাযাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তিদের আচরণ ও চালচলন so নিয়ন্ত্রণ এবং শোভাযাত্রা গমনাগমনের রাস্তা ও সময় নির্ধারণ; so (ঝ) যানবাহন চলাচলে যাহাতে বিঘ্ন সৃষ্টি হইতে না পারে তজ্জন্য রাস্তায় So বাঁশ বা খাম্বা লাগানো বা ঝুলানো নিষিদ্ধকরণ; ost (ঞ) কোন রাস্তা বা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গৃহ নিৰ্মাণ সামগ্ৰী বা অন্যান্য জিনিস ফেলিয়া রাখা অথবা গরু, ছাগল, ইত্যাদি বাধিয়া রাখা নিবারণ বা নিয়ন্ত্রণ;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।