রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ ՀԳՖ যে কোন সদস্যকে বা গোটা দলকে শৃংখলাপূর্ণ আচরণ করার জন্য আদেশ দিতে পারিবেন অথবা তাহাদিগকে মহানগরী এলাকা হইতে বহিষ্কার করিতে এবং ক্ষেত্রমত, নির্দিষ্ট সময়ের মধ্যে তাহাদের প্রত্যাবর্তন নিষেধ করিতে পারিবেন। ৪১। পুলিশ কমিশনারের নিকট যখনই প্রতীয়মান হইবে যে,- অপরাধ করিতে ് (ক) কোন ব্যক্তির গতিবিধি অপর কোন ব্যক্তির বা কোন সম্পত্তির ক্ষতি বা "" * বিপদ সৃষ্টি করিতেছে বা করিতে পারে; অথবা ് (খ) ইহা বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ আছে যে, অনুরূপ ব্যক্তি .c. হিংসাত্মক পন্থায় অপরাধজনক কাজে লিপ্ত আছে বা লিপ্ত হওয়ার o Öqvisioi sãTo WoRT Penal Code (XLV of 1960) & & Chapters XII, XVI বা এর অধীন শাস্তিযোগ্য অপরাধ সংঘটনে - উদ্যোগী হইয়াছে, তাহা হইলে পুলিশ কমিশনার, লিখিত আদেশ জারি করিয়া অনুরূপ ব্যক্তিকে শান্তি-শৃংখলার পরিপন্থী তৎপরতা হইতে বিরত হওয়ার জন্য নির্দেশ দিতে পারিবেন অথবা নির্দিষ্ট মেয়াদের জন্য মহানগর এলাকা হইতে বহিষ্কার করতে পারবেন।২০ ക ৪২। কোন ব্যক্তি নিম্নবর্ণিত যে কোন অপরাধে শাস্তিপ্রাপ্ত হইলে এবং কতিপয় অপরাধের পুলিশ কমিশনারের যদি বিশ্বাস করার কারণ থাকে যে, উক্ত ব্যক্তি পুনরায় ""* অনুরূপ অপরাধ করিতে পারে তাহা হইলে তিনি লিখিত আদেশ জারী করিয়া নির্দেশ দিতে পারেন, যথা:- S \ ~ *, (*) Penal Code (XLV of 1860) & Chapter XII, XVI <i XVII এর অধীন শাস্তিযোগ্য অপরাধ; o (*) Suppression of Immoral Traffic Act, 1933 (Ben. Act VI of 1933) এর অধীন অপরাধ; o No o ത്im Act, 1969 (TV of 1969) এর অধীন অপরাধ; S. (ঘ) এই আইনের ধারা ৭৭, ৭৮, ৭৯, ৮৪, ৮৯ বা ৯১ এর অধীন তিনবার o বা তদপেক্ষা বেশী অপরাধ। |N N. § ৪৩। ধারা ৪০, ৪১ ও ৪২ এর অধীন কোন ব্যক্তিকে মহানগরী এলাকার ধারা ৪০, ৪১ ও ৪২ O ۶یر ۶یر এর অধীনে প্রদত্ত বাহিরে চলিয়া যাইতে নির্দেশ দেওয়া হইলে, উক্ত নির্দেশ অনধিক দুই বৎসর ন; : পর্যন্ত বলবৎ থাকিবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।