পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৭ জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২ ১৯৯২ সনের ২৭ নং আইন [৯ আগষ্ট, ১৯৯২] - o জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট স্থাপনকল্পে প্রণীত আইন। o - যেহেতু জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট নামে একটি ইনষ্টিটিউট স্থাপন © করা সমীচীন ও প্রয়োজনীয়; ് সেহেতু এতদ্বদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ം് ১। (১) এই আইন জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২ নামে সংক্ষিপ্ত শিরোনামা ও অভিহিত হইবে। ぐ\ প্রবর্তন (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করবে সেই তারিখে এই আইন বলবৎ হইবে। CŞ ২। বিষয় বা প্রসগের পরিপন্থ কোনকিছুনা বালি ই আইন, সংজ্ঞা (ক) “ইনষ্টিটিউট” অর্থ এই আইনের অধীন স্থাপিত জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট; ,ര് (খ) "প্রবিধান" অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (গ) “বিধি” অর্থ এই আইনেরཨུ་ཨོཾ་ প্রণীত বিধি; (ঘ) “বোর্ড অর্থ ইনষ্টিটিউটের পরিচালনা বোর্ড (ঙ) “মহাপরিচালক” অর্থ ইনষ্টিটিউটের মহাপরিচালক (চ) "সদস্য” ང་ཨུ་མ་ বোর্ডের সদস্য; (ছ) "সভাপতি" অর্থ বোর্ডের সভাপতি। ৩। (১) এই আইন বলবৎ হইবার পর, যতশীঘ্র সম্ভব, এই আইনের বিধান ইনষ্টিটিউট স্থাপন অনুযায়ী জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট নামে একটি ইনষ্টিটিউট স্থাপিত হইবে। _\o sò (২) ইনষ্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী CŞ ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে, এবং এই আইন ও অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার পক্ষে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।