পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৮ জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২ (৩) ইনষ্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে। সাধারণ পরিচালনা ৪ । ইনষ্টিটিউটের পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং ইনষ্টিটিউট যে সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিতে পারিবে । èst পরিচালনা বোর্ড ৫। পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- * (ক)মন্ত্র, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সভাপঞ্জি (খ) প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- সহ সভাপতি; so (গ) স্থানীয় সরকার মন্ত্রণালয় বা বিভাগের দশ (ঘ) সংস্থাপন মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত অনুন যুগ-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অনুন যুগ-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা - O. (চ) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনােনীত অনুন যুগ্ম সচ পদমর্যাদাসম্পউহার একজন কর্মকর্তা; o (ছ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক মনোনীত উহার একজন প্রতিনিধি;

  • >" o মহাপরিচালক, ব্যবস্থাপনা উন্নয়ন কেন্দ্র; - N. (ঝ) মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লা; so (ঞ) ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা

o (ট) সরকার কর্তৃক মনোনীত চারটি স্থানীয় সরকারের চারজন প্রতিনিধি; § (ঠ) প্রকৌশল উপদেষ্টা, স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরো; o (ড) ইনষ্টিটিউটের মহাপরিচালক, যিনি উহার সচিবও হইবেন। -് ইনষ্টিটিউটের দায়িত্ব ৬। ইনষ্টিটিউটের নিম্নরূপ দায়িত্ব থাকিবে, যথা: (ক) সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীগণকে স্থানীয় সরকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা;