মূল্য সংযোজন কর আইন, ᎩᏱᏱᎩ ২৯ (ঘ) মহাপরিচালক, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর; (ঙ) মহাপরিচালক, শুল্ক, রেয়াত ও প্রত্যপণ পরিদপ্তর, মূল্য সংযোজন কর; (চ) অতিরিক্ত কমিশনার বা অতিরিক্ত মহাপরিচালক, মূল্য সংযোজন কর; (ছ) যুগ-কমিশনার বা পরিচালক, মূল্য সংযোজন কর; NON(জ) উপ-কমিশনার বা উপ-পরিচালক, মূল্য সংযোজন কর; ് (ঝ) সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, মূল্য সংযোজন কর; o (ঞ) সুপারিন্টেনডেন্ট, মূল্য সংযোজন কর; ് (ট) ইন্সপেক্টর, মূল্য সংযোজন কর; বা o o, (ঠ) অন্য যে কোন পদবীর মূল্য সংযোজন কর কর্মকর্তা, ഴ്സ് নিয়োগ করিতে পারিবে।] ve ২১। (১) ধারা ২০ এর অধীন নিযুক্ত কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা এই ক্ষমতা আইনের দ্বারা বা অধীনে তাহাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ এবং তাহার উপর অর্পিত কর্তব্য পালন করিবেন; এবং তিনি তাহার অধস্তন যে কোন কর্মকর্তাকে প্রদত্ত বা তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়ােগ ও কর্তব্য সম্পাদন করিতে পারবেন। তবে শর্ত থাকে যে, এই আইনের বা তদধীনে প্রণীত বিধিমালায় যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা উক্ত ক্ষমতা পরিসীমা নির্ধারণ ও শর্ত আরোপ করিতে পারবে। (২) মূল সংযোজন কর কর্মকর্তাগণ মূল্য সংযোজন কর, সম্পূরক শুষ্ক ও টার্ণওভার করের পরিমাণ নির্ধারণ, ও উহা আদায়সহ তৎসংক্রান্ত যাবতীয় কাবণী সম্পাদন করবেন। -
- [২২। (১) বোর্ড, जेबकत्री গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত ক্ষমতা অর্পণ পরিসীম ও শর্তাবলী (যদি থাকে) সাপেক্ষে, নাম বা পদবী উল্লেখপূর্বক
(ক) যে কেন অতিরিক্ত কমিশনার , কমিশনার (আপীল)] বা অতিরিক্ত ২ মহাপরিচালক, মূল্য সংযোজন করকে এই আইন বা বিধির অধীন Q কমিশনার , কমিশনার (আপীল) বা মহাপরিচালক, মূল্য সংযোজন কর; § o -് ধারা ২২ অর্থ আইন, ২০০৪ (২০০৩ সনের ১৬ নং আইন) এর ৫১ ধারাবলে প্রতিস্থাপিত।
- “, কমিশনার (আপীল)” কমা, শব্দগুলি ও বন্ধনীগুলি অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৩৪
ধারাবলে সন্নিবেশিত।
- “, কমিশনার (আপীল)” কমা, শব্দগুলি ও বন্ধনীগুলি অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৩৪
ধারাবলে সন্নিবেশিত।