পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VIII জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২ (৩) মহাপরিচালক পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি বা অসুস্থতা বা অন্য কোন কারণে মহাপরিচালক দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নব নিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি মহাপরিচালকরূপে দায়িত্ব পালন করিবেন। o (৪) মহাপরিচালক ইনষ্টিটিউটের মূখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন, এনতিক N (ক) বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; è (খ) ইনষ্টিটিউটের প্রশাসন পরিচালনা করিবেন; o (গ) বোর্ডের নির্দেশ মোতাবেক ইনষ্টিটিউটের অন্যান্য কার্য সম্পাদন করিবেন। s বোর্ডের সভা し | (১) বাের্ড প্রতি দুইমাসে কমপক্ষে একবার সভায় মিলিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক স্থিরকৃত হইবে। جیے (২) বোর্ডের সভায় কোরামের জন্য উহার মোট সদস্য-সংখ্যার অনুন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না। o (৩) সভাপতি র্ডের সকল সভায় সভাপতিত্ব করবেন এবং তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক কোন সদস্য সভাপতিত্ব করিবেন। (৪) প্রত্যেক সদস্যের একটি ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। 2 , (৫) শুধু কোন সদস্য পদে শূন্যতা বা বোর্ড গঠনে ক্রটি থাকিবার কারণে ইনষ্টিটিউটের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন ং প্রশ্নও উত্থাপন করা যাইবে না। নির্দেশ প্রদানের ৯। এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে সরকার ইনষ্টিটিউটকে যে কোন নির্দেশ ལྷ་ལ་གྲ། প্রদান করিতে পরিবে এবং ইনষ্টিটিউট উহা পালন করিতে বাধ্য থাকিবে। সভাপতির বিশেষ ১০ । ইনষ্টিটিউটের স্বার্থে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দেখা ক্ষমতা দিলে সভাপতি যে কোন সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন এবং তিনি তৎসম্পর্কে বোর্ডকে অবিলম্বে অবহিত করিবেন। কমিটি ১১। ইনষ্টিটিউট উহার দায়িত্ব পালনে উহাকে সহায়তা প্রদানের জন্য এক বা একাধিক কমিটি নিয়োগ করিতে পারিবে ।