পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নাম ། བར་སྣང་ VIII বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (ছ) "বেসরকারী বিশ্ববিদ্যালয়” অর্থ এই আইনের অধীনে স্থাপিত বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং এই আইনের বিধানাবলী এবং এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কোন বিদেশী বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পরিচালনাকারী কিংবা ডিগ্রী, ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদানকারী কোন প্রতিষ্ঠান;] (জ) “ব্যক্তি-গোষ্ঠী” অর্থ কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির সম্মিলিত গোষ্ঠী বা গ্রুপ; へのSー (3) “Ngāi of “F” of University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973) assis গঠিত University Grants Commission of Bangadesh (ঞ) “রিজেসী কাউন্সিল” অর্থ ধারা ১৪(১) এতিয়ল কাউল (ট) “সনদপত্র” অর্থ কোন বেসরকার বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ধরা ৬ এর অধীন প্রদত্ত কোন o - (ঠ) “সিন্ডিকেট” অর্থ () উল্লিখিত সিন্ডিকেট। এই আইনের বিবান অনুযায়ী এক বা একাধিক বেসরকারী (3) ו ס\ o - | বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাইবে Co (২) এই আইনের বিধান সাপেক্ষে, কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং উহার নামে উহার পক্ষে বা বিপক্ষে মামলা দায়ের করা যাইবে । o, so গতক। কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় এমন নামে স্থাপন করা যাইবে না, ওযে নামে একটি বিদ্যমান সরকারী অথবা বেসরকারী বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে স্থাপিত হইয়া উক্ত নামেই বহাল আছে অথবা যে নামের সহিত প্রস্তাবিত নামের Q সাদৃশ্য থাকে। বেসরকারী ৪। সরকারের অনুমোদনক্রমে এবং এই আইনের বিধান সাপেক্ষে কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে কোন স্থানে অবস্থিত হইতে পারিবে: S & দফা (ছ) বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত। ৩ক ধারা বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ৩ ধারাবলে সন্নিবেশিত। NON