\లిOby বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ তবে শর্ত থাকে যে, আবেদনকারীকে যুক্তিসংগত শুনানীর সুযোগ প্রদান না করিয়া অনুরূপ কোন আবেদন নাকচ করা যাইবে না। (৫) উপ-ধারা (৪) এর অধীন কোন আবেদন নাকচ আদেশ দ্বারা সংক্ষুদ্ধ কোন ব্যক্তি, ব্যক্তি-গোষ্ঠী, দাতব্য ট্রাষ্ট বা প্রতিষ্ঠান উক্ত আদেশের তারিখ হইতে NQত্রিশ দিনের মধ্যে চ্যান্সেলরের নিকট উক্ত আদেশের বিরুদ্ধে আপীল করিতে ് ತಕ * * ಕರಾ ಣಃ ಘ : ' Q - হইবে। সনদপত্র অর্জনের ৭। ধারা ৬ এর অধীন সনদপত্র অর্জনের জন্য কোন বেসরকারী তাব বিশ্ববিদ্যালয়কে, অন্যান্যের মধ্যে, নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করিতে হইবে, যথা:– o ·o (ক) উহার শিক্ষা কার্যক্রম সম্পর্কিত একটি পরিকল্পনা মঞ্জুরী কমিশন কর্তৃক j র্ব নুমে হইতে হইবে; o - o \o \o o (খ) প্রারম্ভিক অবস্থায় উহার অনূ্যন দুইটি অনুষদ থাকিতে হইবে: o (গ) প্রত্যেকটি অনুষদের জন্য মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত সংখ্যক বৈশিষ্ট্যপূর্ণ শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকিতে হইবে: (ঘ) উহার অনুন পাঁচ কোটি টাকার সংরক্ষিত তহবিল (reserved fund) কোন তফসিলী ব্যাংকে জমা থাকিতে হইবে;] ാ അം ༢་ཀྱི་ཚུལོ་ཝ་(ཧྥན་ ཙམ་མ་། (চ) উহাতে ছাত্র ভর্তির জন্য নির্ধারিত মোট আসন (Seat) এর শতকরা o পাঁচ ভাগ দরিদ্র অথচ প্রতিভাবান ছাত্র ভর্তির জন্য সংরক্ষিত থাকিতে O হইবে এবং এই সকল ছাত্রের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ থাকিতে হইবে: è (ছ) শিক্ষকগণের বেতনক্রম ও ছাত্ৰগণ কর্তৃক প্রদেয় বেতনের হার SS স্পষ্টরূপে বর্ণিত হইতে হইবে। ಛಿ। مجھے جھے শ৮। কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তাগণ থাকিবেন, ་། ཁུར་བ་ཨ་ যথা:– so (ক) চ্যান্সেলর, CŞ (খ) ভাইস-চ্যান্সেলর বা রেক্টর,
- দফা (ঘ) বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত। * ধারা ৮ বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত।