CŞ বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ vరింఫి (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা ভাইস-রেক্টর, (ঘ) কোষাধ্যক্ষ, (ঙ) রেজিষ্ট্রার, (চ) উীন, (ছ) বিভাগীয় প্রধান, (জ) পরীক্ষা নিয়ন্ত্রক, (ঝ) ধারা ১৭ এর অধীন প্রণীত ষ্ট্যাটিউটস দ্বারা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা।] ് o ৯। (১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সকল বেসরকারী চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর থাকিবেন এবং তিনি বা তাহার মনোনীত কোন ব্যক্তি । একাডেমিক ডিগ্রী ও সম্মানসূচক ডিগ্রী প্রদানের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করিবেন। o eS (২) সম্মানসূচক ডিগ্রী প্রদানের প্রতিটি প্রস্তাবে চ্যান্সেলরের সম্মতি থাকিতে হইবে। ംര് (৩) চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রতি বৎসর অথবা তিনি আদেশ দ্বারা প্রদানের সমাবর্তন অনুষ্ঠিত হইবে। so So I (S) কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বা রেক্টর চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত শর্তে চার বৎসর মেয়াদে, প্রতিষ্ঠাতার সুপারিশক্রমে, চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত হইবেন এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হইবেন। so (২) ছুটি, অসুস্থতা, বা অন্য কোন কারণে ভাইস-চ্যান্সেলর বা রেক্টর তাহার পদের দায়িত্ব পালনে অসমর্থ হইলে ভাইস-চ্যান্সেলর বা ভাইস-রেক্টর সুল স্থা মোল জলচরে বা ষ্টে পল দড়ি পালন করিবেন। - ভাইস-চ্যান্সেলর, No * “ভাইস-চ্যান্সেলর বা রেক্টর" শব্দগুলি “ভাইস-চ্যান্সেলার, রেক্টর বা প্রিন্সিপাল” শব্দগুলি ও কমার পরিবর্তে বেসরকারী o বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত। "ভাইস-চ্যান্সেলর বা রেক্টর" শব্দগুলি “ভাইস-চ্যান্সেলার, রেক্টর বা প্রিন্সিপাল” শব্দগুলি ও কমার পরিবর্তে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত। “ভাইস-চ্যান্সেলর বা ভাইস-রেক্টর” শব্দগুলি “কোষাধ্যক্ষ" শব্দটির পরিবর্তে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।
- “ভাইস-চ্যান্সেলর বা রেক্টর" শব্দগুলি “ভাইস-চ্যান্সেলার, রেক্টর বা ক্ষেত্রমত প্রিন্সিপাল” শব্দগুলি ও কমার পরিবর্তে
বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।