পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ vరి) (ঘ) পাঠ্যক্রম কমিটি, (ঙ) অনুন পাঁচ সদস্য-বিশিষ্ট অর্থ কমিটি, (চ) অনুন পাঁচ সদস্য-বিশিষ্ট নির্বাচন কমিটি। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কর্তৃপক্ষসমূহ ছাড়াও কোন বেসরকারী ് বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী সুচারুরূপে ও দক্ষতার সহিত সম্পাদনের উদ্দেশ্যে aš গঠন করিতে পারিবেন। ് (৩) সিন্ডিকেট, পরিচালনা পর্ষদ, রিজেন্সী কাউন্সিল বা ট্রাষ্টি বোর্ড এমন <o" বৃক্তিগণের সময়ে গঠিত হইবে হাদেশিক্ষা সংস্কৃতি,শিল্প বিজ্ঞান প্রযুক্তি ৫১ ও প্রশাসনের ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা রহিয়াছে। o -so ১৫। (১) কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কিত শিক্ষা কার্যক্রম, পরিকল্পনা, শিক্ষাক্রম, সিলেবাস, শিক্ষার মান এবং ধারা ৭-এর অধীন ইত্যাদি অনুমোদিত অনুষদ বা বিভাগ এর অতিরিক্ত অনুষদ বা বিভাগ চালু বা তজ্জন্য যে সকল শিক্ষক নিয়োগ করা হইবে তাহাদের তালিকা মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত হইতে হইবে।] o (২) উপ-ধারা (১) এর অধীন অনুমোদনের खनो भर्क्षी কমিশনের নিকট একটি আবেদন করিতে হইবে; এবং আবেদন প্রাপ্তির তারিখ হইতে ষাট দিনের কাঞ্চলকে নিবন। (৩) যদি মৰী কমিশন কোন লোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কালি সম্পর্কিত পরিকল্পনা, শিক্ষাক্রম, সিলেবাস বা শিক্ষার মান অনুমোদন করিতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহা হইলে অনুরূপ অস্বীকৃতি আদেশের তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে উহার বিরুদ্ধে চ্যান্সেলরের নিকট আপীল করা যাইবে এবং উক্ত আপলের উপ্র চলের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। • go (৪) যদি চ্যান্সেলর উপ-ধারা (৩) এর অধীন কোন আপীল প্রাপ্তির তারিখ হইতে ষাট দিনের মধ্যে উহা নিম্পত্তি করিতে ব্যর্থ হন তাহা হইলে আপীলটি মঞ্জুর হইয়াছে বলিয়া ধরিয়া লওয়া হইবে। - o ১) কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কোন সার্টিফিকেট, ডিপ্লোমা বা সনদপত্র বাতিল( ھدS. S২ ডিগ্রী প্রদানের ক্ষেত্রে কোন জালিয়াতি বা কারচুপির অথবা ধারা ১৫ এর অধীন ত অনুমােদিত উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ পাওয়া গেলে চ্যান্সেলর সুপ্রীম কোর্টের বিচারপতি পদে অধিষ্ঠিত আছেন অথবা

  • উপ-ধারা (১) বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত।