পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరి: ఎ বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ ছিলেন এমন কোন ব্যক্তির দ্বারা উক্ত অভিযোগের তদন্ত করাইতে পারিবেন এবং বিশ্ববিদ্যালয়ের সনদপত্র বাতিল করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, প্রতিষ্ঠাতাকে শুনানীর যুক্তিসংগত সুযোগ প্রদান না NQ করিয়া এই উপ-ধারার অধীন কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সনদপত্র বাতিল ് o করা যাইবে না। o (২) উপ-ধারা (১) এর অধীন কোন সনদপত্র বাতিল আদেশ দ্বারা সংক্ষুদ্ধ কোন ব্যক্তি, ব্যক্তি-গোষ্ঠী, দাতব্য ট্রাষ্ট বা প্রতিষ্ঠান উক্ত আদেশের তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে উক্ত আদেশের বিরুদ্ধে চ্যান্সেলরের নিকট আপীল করিতে পারিবেন এবং অনুরূপ আপলের উপর চালের সিদ্ধান্ত ছড়ান্ত বলিয়া গণ্য হইবে। wo to (৩) উপ-ধারা (২) এর অধীন আপীল উহা প্রাপ্তি তারিখ হইতে ষাট দিনের মধ্যে নিম্পত্তি করিতে হইবে এবং উক্ত মেয়াদের মধ্যে আপীলটি নিম্পত্তি করা না হইলে উহা মন্থর হইয়াছে বলিয়া ধরিয়া ওয়া হইবে। ষ্ট্যাটিউট্স ১৭। (১) সিন্ডিকেট, পরিচালনা পর্ষদ, রিজেন্সী কাউন্সিল বা ট্রাষ্টি বোর্ড, শিক্ষাক্রম, পাঠ্যনির্ঘন্ট এবং প্রশাসনিক ও অন্যান্য প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন সম্পর্ক নিসহিষ্টটি নকলি। (২) উপ-ধারা (১) এর অধীন প্রণীত ষ্টটিউট্স সরকার গেজেটে প্রকাশের তারিখ হইতে কার্যকর হইবে। མིང་།འི་ ಛಿ। ১৮ কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল শিক্ষাগত সার্টিফিকেট ডিপ্লোমা ? র্টফিকেট, ডিগ্রী ও ডিপ্লোমা ভাইস-চ্যান্সেলর বা রেক্টর কর্তৃক স্বাক্ষরিত ইত্যাদি "" হইবে এবং উহাতে উক্ত বিশ্ববিদ্যালয়ের সীলমোহর থাকিতে হইবে। Go তহবিল s ১৯। (১) বেসরকারী বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে। © (২) এই তহবিল উক্ত বিশ্ববিদ্যালয়ের নামে, সিন্ডিকেট, পরিচালনা পর্ষদ, - § রিজেন্সী কাউন্সিল বা ক্ষেত্রমত ট্রাষ্টি বোর্ডের অনুমোদনক্রমে, কোন তফসিলী o ব্যাংকে জমা রাখিতে হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে অর্থ উঠানো যাইবে। CŞ

  • “ভাইস-চ্যান্সেলর বা রেক্টর” শব্দগুলি “ভাইস-চ্যান্সেলার, রেক্টর বা ক্ষেত্রমত প্রিন্সিপাল” শব্দগুলি ও কমার পরিবর্তে

বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “তফসিলী” শব্দটি “রাষ্ট্রায়ত্ত" শব্দের পরিবর্তে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন)

এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত।