vర్ఫిJ জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ ১৯৯২ সনের ৩৭ নং আইন ২১ অক্টোবর, ১৯৯২] - - ് জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত আইন। o N যেহেতু কলেজ শিক্ষার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠক্রম ও পাঠ্যসূচীর আধুনিকীকরণ ও উন্নতিসাধন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধি সহ কলেজের যাবতীয় বিষয় ও ব্যবস্থাপনার দায়িত্ব একটি বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- o & সংক্ষিপ্ত শিরোনামা, ১। (১) এই আইন জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ নামে অভিহিত প্রবর্তন ও প্রয়োগ হইবে। o _N (২) এই আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে এবং ইহা অবিলম্বে o সংজ্ঞা ༤༥ ཁོག་ཨ་ག་ཕུ་ཀུ་ཤ་བྷ་ཡཱ་ཀཱ་ར་གྱི་ཨ་ཁ་ཁལྟ་ཀ ཝ་ར་ཁག་ এই আইনে, N - (ক) “অধিভুক্ত কলেজ” অর্থ এই আইন, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় রেগুলেশনের বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত o স্নাতক, স্নাতক-সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী পর্যায়ের কোন কলেজ; S. (*) “অংগীভূত কলেজ” অর্থ এই আইন, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় দ্বারা so এইরূপ স্বীকৃত কোন কলেজ, SON (*) “sRấR” sKí University Grants Commission of Bangladesh o Order, 1973 (P. O. No. 10 of 1973); o (ঘ) “অধ্যক্ষ" অর্থ অধিভুক্ত এবং অংগীভূত কলেজের প্রধান; § (ঙ) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; § (চ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (ছ) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৯ এর অধীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (জ) “কমিশন” অর্থ অর্ডার এর দ্বারা গঠিত University Grants Commission of Bangladesh;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।