জাতি-ধর্ম নির্বিশেষে ৭। যে কোন ধর্ম, বর্ণ, গোত্র এবং শ্রেণীর পুরুষ ও নারীর জন্য iীes বিশ্ববিদ্যালয় উন্মুক্ত থাকিবে। বিশ্ববিদ্যালয়ের ৮। (১) ডিগ্রী, ডিপ্লোমা এবং সার্টিফিকেট প্রদান সংক্রান্ত সকল স্বীকৃত শিক্ষাদ শিক্ষাদান সাধারণতঃ কলেজ, স্কুল, এবং কেন্দ্র দ্বারা এককভাবে বা পারস্পরিক è সহযোগিতার মাধ্যমে অথবা বিশ্ববিদ্যালয়ের সহিত সহযোগিতায় অথবা ২৫ এতদুদ্দেশ্যে একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের, কোন প্রতিষ্ঠানের সহিত সহযোগিতায় পরিচালিত হইবে। ം് (২) শিক্ষাক্রম ও পাঠ্যসূচী বিশ্ববিদ্যালয় রেগুলেশন ও প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। N **o (৩) বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত পদ্ধতিতে শিক্ষকগণ প্রদত্ত ও পরিচালিত বক্তৃতা ও অনুশীলন এবং হইবে। o No বিশ্ববিদ্যালয়ের ৯। বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবেন, যথা: (ক) চ্যান্সেলর, ২১ (খ) ভাইস-চ্যান্সেলর, co (*) প্রো-ভাইস-চ্যান্সেলর, (ঘ)-ট্রেজারার, o & (ঙ) উীন, ട്ട് (চ) রেজিস্ট্রার, QN N (ছ) কলেজ পরিদর্শক, Q - (জ) গ্রন্থাগারিক, so S (ঝ) পরীক্ষা নিয়ন্ত্রক, -് (ঞ) অর্থ ও হিসাব পরিচালক, vరిచo জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (ট) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক, (ঠ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।