vరివ8 জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (খ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সংক্রান্ত চিঠিপত্রের আদান-প্রদান করিবেন; (গ) সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সচিবের দায়িত্ব পালন করিবেন; (ঘ) উীনদের সহিত তাহদের প্লান, প্রোগ্রাম ও সিডিউল সম্পর্কে সংযোগ ് রক্ষা করিবেন: o (ঙ) একাডেমিক কাউন্সিল এবং ভিক্টে কর্তৃক সময় সময় অতি ধৰা কলেজ পরিদর্শক ১৬। কলেজ পরিদর্শক কলেজ সম্পর্কিত বিষয়ের দায়িত্বে থাকবেন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত কিংবা ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন। o, ് পরীক্ষা নিয়ন্ত্রক ১৭। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা পরিচালনার সহিত সম্পর্কিত সকল বিষয়ের দায়িত্বে থাকিবেন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত অন্যান্য সকল দায়িত্ব পালন করিবেন।
- -"ノー /
অন্যান্য কর্মকর্তার ১৮। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা সংবিধি, বিশ্ববিদ্যালয় রেগুলেশন ও ক্ষমতা ও দায়িত্ব প্রবিধান দ্বারা নির্ধারিত এবং সিন্ডিকেট বা ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।” o বিশ্ববিদ্যালয়ের ১৯। বিশ্ববিদ্যারেনিয়তিকর্তৃপক্ষ থাকিব যথা Y (ক) সিনেট: -- (খ) সিন্ডিকেট Q. so (গ) একাডেমিক কাউন্সিল; s - (ঘ) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল; o (ঙ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; § (চ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র; - S (ছ) অর্থ কমিটি; e$ (জ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (ঝ) নির্বাচনী বোর্ড; (ঞ) সংবিধিতে বিধৃত অন্যান্য কর্তৃপক্ষ। - - N