পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ vరిచిన (ঠ) সিনেট এর অনুমোদন সাপেক্ষে, সংবিধি প্রণয়ন, সংশোধন ও বাতিল করিতে পারিবে: (ড) বিশ্ববিদ্যালয় অথবা কলেজের কোন শিক্ষক অথবা স্কলারকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাহার বিশেষ অবদানের জন্য মেধা ও মনীষার স্বীকৃতি এবং কোন কলেজকে উহার সার্বিক যোগ্যতার স্বীকৃতি হিসাবে è (ঢ) সংবিধি দ্বারা প্রদত্ত অন্য যে কোন দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ * করিতে পারিবে। o ২৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, একাডেমিক কাউন্সিল যথা:– So o (ক) ভাইস-চ্যান্সেলর; so (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; o (গ) সকল উন; S (ঘ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক; Q O (ঙ) মহা-পরিচালক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; {N(চ) চেয়ারম্যান, আন্তঃমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কমিটি; -``) (ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত কলেজের ভাষা, মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন, শিক্ষা, আইন এবং কম্পিউটার ও প্রযুক্তি বিজ্ঞান বিষয় হইতে একজন করিয়া মােট দশজন কলেজ অধ্যাপক o (জ) সিন্ডিকেট কর্তৃক মনােনীত স্নাতক-সম্মান অথবা স্নাতকোত্তর পর্যয়ে পাঠদান্তর কলেজের পাঁচজন অধ্যক্ষ - - (ঝ) ‘ছ এবং জ এর আওতায় প্রতিনিধিত্ব করে না এমন পাঁচটি কলেজ হইতে সিনেট কর্তৃক মনোনীত পাচজন অধ্যক্ষ: o শর্ত থাকে যে, ছ’, ‘জ’ ও ‘ঝ’ এর অধীনে এইরূপভাবে মনোনয়ন NQ দান করিতে হইবে যাহাতে দেশের প্রত্যেকটি প্রশাসনিক বিভাগ হইতে S যতদূর সম্ভব, সমসংখ্যক শিক্ষক একাডেমিক কাউন্সিলে প্রতিনিধিত্ব sò লাভ করেন; G (ঞ) চ্যান্সেলর কর্তৃক দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় হইতে মনোনীত ছয়জন শিক্ষক, যাহারা অনুনি সহযোগী অধ্যাপকের পদমর্যাদা সম্পন্ন হইবেন; (ট) সংবিধিবদ্ধ গবেষণা প্রতিষ্ঠান হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাঁচজন বিশিষ্ট গবেষক;