জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ vరిvరి) (ঙ) সংশ্লিষ্ট কমিটিসমূহের সুপারিশক্রমে কোর্স ও সিলেবাস নির্ধারণ, প্রত্যেক কোর্সের জন্য পরীক্ষক প্যানেল অনুমোদন, গবেষণা ডিগ্রীর জন্য গবেষণা প্রস্তাব অনুমোদন এবং এইরূপ প্রত্যেক বিষয়ের পরীক্ষার জন্য পরীক্ষক নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; (চ) শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মদক্ষতা বৃদ্ধি সংক্রান্ত নীতি নির্ধারণী বিষয়ে o সিন্ডিকেটের নিকট প্রস্তাব পেশ এবং প্রশিক্ষণ ও ফেলোশীপ প্রদানের èst বিষয়ে উদ্যোগ গ্রহণ; No (ছ) কলেজ, স্কুল, কেন্দ্র বা অন্যান্য প্রতিষ্ঠান সমূহের গুণগত উৎকর্ষতা ് বৃদ্ধি ও তাহা সংহত করার লক্ষ্যে বিধি বিধান প্রণয়ন এবং দেশ বিদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান o এর সহিতবাে" বাস্থ্যকর্যক্রমখহ কর বিষয়ে সম্ভখহ ২০ (জ) বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ব্যবহার ও উন্নয়নের জন্য বিধি প্রণয়ন; o (ঝ) সর্বপ্রকর শিক্ষক ও গবেষক এর পদ সৃষ্টি বা সাময়িকভাবে স্থগিতকরণ প্রস্তাব বিবেচনা এবং সিন্ডিকেটের নিকট এতদূসম্পর্কে সুপারিশকরণ - ON (ঞ) সিন্ডিকেটের অনুমোদনের জন্য সকল ७क्षेडभिक ব্যাপারে বিশ্ববিদ্যালয় রেগুলেশন প্রণয়ন; > O (ট) সকল প্রকার ছাত্রবৃত্তি, পদক ও পুরস্কারপ্রদান বিষয়ে উদ্যেগ গ্রহণ। (৩) একাডেমিক কাউন্সিল সন্ধি আর এবং সিন্ডিকেট কর্তৃক অর্পিত অন্যান্য সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবে। പ്പ് - পর্যায়ে থাকিবে যথা:– বিশ্ববিদ্যালয়ের ༠༥༥༠)ཡང་ཨང་དང་ নিম্নবর্ণিত ইউনিট 2 ইউনিট (ক) স্নাতকপূর্বশিক্ষা বিষয়ক স্কুল o (খ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র (গ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র। (༠) ལྕག ༦ ༩ག་ཁྱ། ཨ༢ ཐ་ཤལ་གྱི་ཀ་ཝ་ཨར་ཝ་སེང་རྩ་ཐ་མ་ཤང་། ) ভীন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের মধ্য হইতে একাডেমিক কৃতিত্ব Sং ও শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে ভাইস-চ্যান্সেলরের সুপারিশক্রমে ত সিভিকেট কর্তৃক নিযুক্ত হইবেন। তিনি পুনর্নিয়ার্গের জন্য বিবেচিত হইতে পরিবেন তবে একই সাথে অন্য কোন প্রশাসনিক পদ গ্রহণ বা দায়িত্ব পালন করিতে পারিবেন না ।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।