জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ \రిvరిvరి (ঘ) উপযুক্ত মূল্যায়নের মাধ্যমে আধুনিক ও যথোপযোগী শিক্ষা উপকরণ উদ্ভাবন ও ব্যবহারের উৎসাহ দান; (ঙ) শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন নির্ণয়পূর্বক তাহা ব্যক্তিগত, সামাজিক ও (চ) কলেজসমূহের একাডেমিক কার্যক্রমের মূল্যায়ন। o (২) একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের সার্বিক তত্ত্বাবধানে এই § কেন্দ্রের নিজস্ব পরিচালনা বিধি ও ব্যবস্থাপনা কর্মসূচী থাকিবে: ് তবে শর্ত থাকে যে, নীতি নির্ধারণী ক্ষেত্রে ইহা স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ o ও গবেষণা কেন্দ্র এবং স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের সহিত যোগায়ােগ ও ১ সমন্ময় রক্ষা করিবে । o ৩১। (১) বিশ্ববিদ্যালয়ের একটি অর্থ কমিটি থাকিবে এবং উহা নির্মিত অর্থ কমিটি সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- <o (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন ২০ (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে “ཨ་ལྀ་ཌྷ ཨ་ཨི་རྩི། চ্যান্সেলর; (গ) ট্রেজারার; ost Q, (ঘ) সিন্ডিকেট কর্তৃক বার্ষিক আবর্তনক্রমে মনোনীত একজন উন; o (ঙ) সিন্ডিকেট কর্তৃক বার্ষিক আবর্তনক্রমে মনোনীত একজন অধ্যাপক -\ (5) সরকার কর্তৃক মনােনীত অনুন যুগ-সচিবের পদমর্যাদা সম্পন্ন একজন সরকারী কর্মকর্তা; \) (ছ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত কলেজের একজন অধ্যক্ষ o(২) অর্থ ও হিসাব পরিচালক অর্থ কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন; (৩) অর্থ কমিটির মনোনীত কোন সদস্য দুই বৎসর মেয়াদে তাহার পদে ཨཱ་ཨཱཿཧཱུཾ་བྷ་ཝ་ཁོང་ཐན་ \o ۶یر Vy Vy ২২ তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত * शडिझेडिंबलेन चाभेडाँडतंजेक्शन दर्शनशखिण्डन (৪) অর্থ কমিটি (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করিবে:
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।