পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ \లి\లిఫి (চ) সম্মানসূচক ডিগ্রী প্রদান; (ছ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণার্থে অবসর ভাতা, ভবিষ্য তহবিল, ইত্যাদি গঠন: (জ) এই আইনের অধীনে সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে NONএইরূপ সমুদয় বিষয়। ് o ৪৫। (১) এই ধারায় বর্ণিত পদ্ধতিতে সিন্ডিকেট সংবিধি প্রণয়ন, সংশোধন সংবিধি প্রণয়ন § বা বাতিল করিতে পারিবে । ് (২) তফসিলে বর্ণিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি চ্যান্সেলরের অনুমোদন <o ব্যতীত সংশোধন বা বাতিল করা যাইবে না। & ve (৩) সিন্ডিকেট কর্তৃক প্রস্তাবিত সকল সংবিধি অনুমোদনের জন্য সিনেট সমীপে পেশ করিতে হইবে এবং সংবিধির প্রস্তাব প্রেরণের ছয় মাসের মধ্যে উহার অনুমোদন পাওয়া না গেলে অথবা এই সময়ের মধ্যে উহা ফেরত পাঠান ཀ་༠ཙོག་ཙེ་ཨf་མ་ཚེ་ཤ་ཚ་བ་ཨ་སྔ་ལ་ཀཾ་བྷ་ཡཱ་ཀི་ཀ ༧.ཨ་བྷམ་ཤ་། ༄གྱེས་ (৪) সিভিকেট কর্তৃক প্রস্তাবিত সংবিধি সিনেট কর্তৃক অনুমােদিত বা বলিয়া গণ্য না হওয়া পর্যন্ত উহার কোন কার্যকারিতা থাকিবে না অনুমোদিত কাকতি | (৫) এই আইনে ভিন্নরূপ কোন বিধান না থাকিলে, সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষের মর্যাদা, ক্ষমতা ও গঠন প্রভাবিত করে এইরূপ কোন সংবিধি প্রণয়নের প্রস্তাব, উক্ত প্রস্তাবের উপর উক্ত কর্তৃপক্ষকে মন্তব্য প্রকাশের সুযোগ না দেওয়া পর্যন্ত পেশ করতে পারবে না এবং এইরূপ কোন মতামত লিখিতভাবে হইতে হইবে এবং সিভিকেট কর্তৃক উহা বিবেচিত হওয়ার পর প্রস্তাবিত সংবিধির খসড়াসহ সিনেটে পেশ করিতে হইবে। , 8Wり | এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় রেগুলেশন বিশ্ববিদ্যালয় আর নিৰ্তিসকল বা যেকোন বিষয় সম্পর্কেনিকা বাইবে যথা:– রেগুলেশন ༥༦ཊིa) কলেজে ছাত্র ভর্তি এবং তাহদের তালিকাভুক্তি; § (খ) কলেজের ডিগ্রী, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের পাঠক্রম ও § পাঠ্যসূচী; ost (গ) শিক্ষাদান কার্যক্রম সংগঠন, লেকচার ও টিউটরিয়াল ক্লাস অনুষ্ঠান এবং পরীক্ষাগার ও ওয়ার্কশপ পরিচালনার নিয়মাবলী: (ঘ) ছাত্রদের বসবাসের শর্তাবলী এবং তাহদের আচরণ ও শৃংখলা;