\ව8S. জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ অবসরভাতা ও ভবিষ্য ৫৩। সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি এবং শর্তাবলী সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় তহবিল ইত্যাদি উহার শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে যেইরূপ সমীচীন মনে করিবে সেইরূপ অবসরভাতা, গোষ্ঠীবীমা, কল্যাণ তহবিল গঠন বা আনুতোষিক প্রদানের ব্যবস্থা করিতে পারিবে। অসুবিধা দূরীকরণ ৫৪। বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে অথবা উহার কোন è কর্তৃপক্ষের প্রথম বৈঠকের ব্যাপারে বা এই আইনের বিধানাবলী প্রথম কার্যকর ১৫ করার ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে, বিশ্ববিদ্যালয়ের সকল কর্তৃপক্ষ গঠিত - হইবার পূর্বে যে কোন সময় উক্ত অসুবিধা দূরীকরণ সমীচীন বা প্রয়োজনীয় বলিয়া চ্যান্সেলর এর নিকট প্রতীয়মান হইলে তিনি, আদেশ দ্বারা, এই আইন ও সংবিধির সহিত যতদূর সম্ভব সংগতি রক্ষা করিয়া যে কোন পদে নিয়োগ দান বা অন্য কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারবেন এবং এই প্রকার প্রত্যেকটি আদেশ এইরূপ কার্যকর হইবে যেন উক্ত নিয়োগদান ও ব্যবস্থা গ্রহণ এই আইনের বিধান অনুসারে করা হইয়াছে। .ു ক্রান্তিকালীন বিধান ৫৫। এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় দেশের সকল ডিগ্রী কলেজের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ না করে ততদিন পর্যন্ত ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারাধীন উপর উহাদের স্ব স্ব এখতিয়ার বহাল থাকিবে । o o റ്റ് তফসীল ऽं विां (ं)ं] o বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি সংজ্ঞা > 1(ཧྥིག་ཧྥ༠ প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই সংবিধিতে so (ক) “আইন” অর্থ জাতীয় বিশ্ববিদ্যালয় (National Unirersity) আইন, - O ১৯৯২ (১৯৯২ সনের ৩৭ নং আইন); SS “কর্তৃপক্ষ", “অধ্যাপক”, “সহযোগী অধ্যাপক”, “সহকারী o অধ্যাপক”, “প্রভাষক”, “কলেজ শিক্ষক” অর্থ যথাক্রমে জাতীয় Q বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল, কর্মকর্তা, § কর্তৃপক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, * এবং এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বা অংগীভূত কলেজের শিক্ষক ് বুঝাইবে। 32 অধিভুক্ত ২। (১) বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি প্রার্থী কোন কলেজের আবেদন নির্ধারিত ফরমে যে শিক্ষা বৎসর হইতে অধিভুক্তি কার্যকর করার আবেদন করা হইয়াছে উহার পরবর্তী শিক্ষা বৎসরের অক্টোবর মাসের ১৫ তারিখের মধ্যে রেজিস্ট্রারের নিকট পেশ করিতে হইবে এবং সিন্ডিকেটকে এই মর্মে সন্তুষ্ট করিতে হইবে যে,
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।