পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vළු8b- জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (ঘ) শিক্ষাদানের মান নির্ধারণ এবং নির্ধারিত মান সংরক্ষণ; (ঙ) শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তঃকলেজ সহযোগিতায় উৎসাহ দান এবং শিক্ষার গুণগত উৎকর্ষতা বৃদ্ধি ও সংহতকরণে পদক্ষেপ গ্রহণ; (চ) স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণকল্পে সহায়ক অন্যান্য দায়িত্ব সম্পাদন। CŞo (২) স্কুলের প্রশাসন একটি বোর্ড অব ডাইরেক্টরস এর উপর ন্যস্ত থাকিবে o এবং বোর্ড অব ডাইরেক্টরস নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- & (ক) স্কুলের ডীন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; ് (খ) ভাষা, মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন, প্রকৃতি .3 বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, আইন এবং কম্পিউটার ও ২০ প্রযুক্তি বিজ্ঞান ডিসিপ্লিনের প্রত্যেকটি হইতে দ্বিবার্ষিক আবর্তনক্রমে - জ্যেষ্ঠতার ভিত্তিকে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক; o (গ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উন; o (ঘ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডীন; No (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অধিভুক্ত কলেজের দুইজন কলেজ অধ্যাপক। Q © (৩) এই স্কুলের যথাযথ পরিচালনার জন্য সিন্ডিকেট উহার বোর্ড অব ডাইরেক্টরসকে বিশেষ করিয়া নিম্নলিখিত ক্ষমতাসহ, প্রয়োজনীয় প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা অর্পণ করিতে পারিবে, যথা: (ক) ডন কর্তৃক প্রণীত স্কুলের বার্ষিক প্রোগ্রাম ও বাজেট বিবেচনা এবং অনুমোদন, বাতিল বা বোর্ডের সুপারিশ অনুযায়ী পরিবর্তনের জন্য উীনের নিকট প্রত্যপণ; (*) স্কুলে যথাযথ সংগঠন ও প্রশাসনের জন্য প্রয়ােজনীয় প্ৰবন্ধনপ্রণয়ন। o (৪) স্কুলের একটি বোর্ড অব ষ্টাডিজ থাকিবে এবং উহা নিম্নরূপ সদস্য সম ಕಿತ হইবে, যথা:o (ক) স্কুলের ডীন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; o o (খ) দ্বিবার্ষিক আবর্তনক্রমে স্কুলের অন্তর্ভুক্ত ডিসিপ্লিন সমূহের প্রত্যেকটি ost হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক: তবে শর্ত থাকে যে, বিশেষ ক্ষেত্র ব্যতিরেকে একই অধ্যাপক বা সহযোগী অধ্যাপক একই সময়ে বোর্ড অব ডাইরেক্টরস্ এবং বোর্ড অব ষ্টাডিজ এর সদস্য হইতে পারিবেন না;